Raj-Subhashree: ‘খেলা হবে’ ডিজেতে মিলল পা, মনোনয়ন পেশের দিন রাজের পাশে শুভশ্রী, নায়িকার মন্তব্যে নতুন জল্পনা...

Last Updated:

রাজের হয়ে প্রথমবার ভোটের ময়দানে নামলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাপাধ্যায় মনোনয়ন পেশের দিন পরিণীতাকে সঙ্গে নিয়ে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী।

#ব্যারাকপুরঃ রাজের হয়ে প্রথমবার ভোটের ময়দানে নামলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মনোনয়ন পেশের দিন পরিণীতাকে সঙ্গে নিয়ে হাঁটলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তী। একুশের  বিধানসভা নির্বাচনের অন্যতম চর্চিত প্রার্থী রাজ চক্রবর্তী। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই আত্মবিশ্বাসী রাজ। নাওয়া খাওয়া, পরিবারকে ছেড়ে মানুষের কাছে পৌছতে পড়ে রয়েছেন ব্যারাকপুরে।
গত কয়েক সপ্তাহ ব্যারকপুর বিধানসভা এলাকার অলি-গলি ঘুরে প্রচার চালাচ্ছেন রাজ। অবশেষে প্রথমবার পরিচালকের রাজনৈতিক সফরের সঙ্গী হলেন তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বুধবার মনোনয়ন পেশের দিন বিশাল শোভাযাত্রা সহকারে রাস্তায় নামেন রাজ-শুভশ্রী। তারকা জুটিকে একবার কাছ থেকে দেখা জন্য রাস্তায় মানুষের ঢল নামে।
advertisement
বুধবার সকালে খড়দহের শ্যামসুন্দর মন্দিরে পুজো দিয়ে দুপুরে বিরাট শোভাযাত্রার সহযোগে, 'খেলা হবে' ডিজের তালে পা মিলিয়ে ১২ নং পেট্রোল পাম্প থেকে পদযাত্রা করে ব্যারাকপুরে (Barrackpore) প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিতে যান  রাজ চক্রবর্তী। হলুদ রঙা শাড়িতে সর্বদা রাজের হাত শক্ত করে ধরেছিলেন স্ত্রী শুভশ্রী। শুভশ্রীর সঙ্গে এ দিন দলীয় মিছিলে পা মেলান শুভশ্রীর দিদি অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁদের বন্ধুরা।
advertisement
আগামী ২২ এপ্রিল ব্যারাকপুরের নির্বাচন। হাতে সময় কম। তাই আর কোনও দেরী না করে ছেলেকে বাড়িতে রেখেই স্বামীর হয়ে ভোটপ্রচারে নামলেন শুভশ্রী। টলিউডের দুই তারকাকে দেখতে এ দিন রাস্তার দুপাশে জনতার ঢল নেমেছিল। স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো।
advertisement
এ দিকে, এ দিন রাজের মনোনয়ন পেশের পরে জল্পনা বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। রাজনীতিতে তাঁকে দেখা যাবে কিনা প্রশ্নের উত্তরে জানান, "রাজনীতিতে এলে দিদির দলে আসব। "
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj-Subhashree: ‘খেলা হবে’ ডিজেতে মিলল পা, মনোনয়ন পেশের দিন রাজের পাশে শুভশ্রী, নায়িকার মন্তব্যে নতুন জল্পনা...
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement