সাহসী পোশাকে রাস্তায় উদ্দাম নাচ! গোয়ায় মিমি-পার্নোর 'কীর্তি' ফাঁস! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

Last Updated:

মিঠে রোদ গায়ে মেখে গোয়ায় ছুটি কাটাচ্ছেন টলিউডের দুই সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং পার্নো মিত্র। সেখানেই তাঁদের উদ্দাম নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

#কলকাতা: মিঠে রোদ গায়ে মেখে গোয়ায় ছুটি কাটাচ্ছেন টলিউডের দুই সুন্দরী অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং পার্নো মিত্র। ১২ ফেব্রুয়ারি ছিল মিমির জন্মদিন। তারপরেই গোয়ায় উড়ে যান তিনি। যদিও প্রথম অবস্থায় মিমির ইনস্টাগ্রাম স্টোরি এবং তাঁর পোস্ট করার একের পর এক 'সুপার হট' ছবি দেখে বেশ ধোঁয়াশায় ছিলেন তাঁর ফ্যানরা। কখনও হট প্যান্টে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার কালো লেসের হাই থাই শ্লিট পোশাকে মোহময়ী হয়ে উঠেছেন। তবে শেষ দু-একদিনে মিমিকে সোশ্যাল মিডিয়ায় নানা মুডে উষ্ণতা ছড়াতে দেখা গেলেও, তিনি কার সঙ্গে বা কোথায় গিয়েছেন তিনি, তার কোনও আভাস ছিল না।
সন্দেহের নিরসন হয় বুধবার রাতে। মিমির পোস্ট করা ইনস্টা স্টোরিতে দেখা মেলে অভিনেত্রী পার্নো মিত্রের। আর তার আগেই গোয়া থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন পার্নো। সেখানে বালির মধ্যে লাল রঙের লঙ ড্রেসে ধরা দেন টলিউডের এই গ্ল্যাম কুইন। এরপরেই মেলে হিসেব। মিমি এবং পার্নো দু'জনে নয়। সঙ্গে রয়েছেন মিমির স্টাইলিস্ট স্যান্ডি সাহা এবং সম্পর্ক বোন অঙ্কিতা।
advertisement
View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

advertisement
View this post on Instagram

A post shared by Queen P (@parnomittra)

advertisement
View this post on Instagram

A post shared by Queen P (@parnomittra)

advertisement
এ দিন নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে উত্তাপ ছড়িয়েছেন পার্নো। ডিপ নেক কাট একটি ধূসর রঙা মনোকিনি পরে স্যুইমিং পুলের জলে শীতের রোদ মেখে সুপার হট একটি ছবি তুললেন সেটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। একইভাবে পিছিয়ে নেই মিমিও। বুধবার গোয়ার রোদ গায়ে মেখে নিকশ কালো হাই থাই শ্লিট পোশাকে ঝড় তোলেন তিনি।
advertisement
View this post on Instagram

A post shared by Mimi (@mimichakraborty)

View this post on Instagram

A post shared by Queen P (@parnomittra)

গার্লস গ্যাং সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছাড়ালে, আজ দুই নায়িকা একটি করে  ভিডিও পোস্ট করেছেন তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তাতে ঝড় উঠেছে লক্ষ লক্ষ পুরুষ হৃদয়ে। একটি ট্রেন্ডে গা ভাসিয়ে খোলা আকাশের নীচে উদ্দাম নেচেছেন চার বন্ধু। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওতে মিমিকে দেখা গিয়েছে, সাদা ক্রপ টপ এবং কালো হট প্যান্টে। পার্নোর পরনে ডিপ নেক ঢিলেঢালা ডাংরি। ক্যাপশনে মিমি লিখেছেন, "Going with the trend😜"...
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সাহসী পোশাকে রাস্তায় উদ্দাম নাচ! গোয়ায় মিমি-পার্নোর 'কীর্তি' ফাঁস! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement