'আমি সাতেও থাকি পাঁচেও থাকি'! তৃণমূলের পতাকা তুলেই রুদ্রনীলকে খোঁচা মানালির

Last Updated:

তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষকে খোঁচা দিলেন অভিনেত্রী মানালি দে। রুদ্রনীল ঘোষের সাতে পাঁচে থাকি না ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল লকডাউনের সময়ে। সেই প্রসঙ্গ টেনে এনেই রুদ্রনীলকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী।

#কলকাতা: ফের বুধবার তৃণমূলে যোগ দিলেন টলিউডের একগুচ্ছ তারকা। আজ হুগলির ডানলপ ময়দানে অভিনয় ও ক্রীড়া জগতের বেশ কয়েকজন তারকা যোগ দিলেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষকে খোঁচা দিলেন অভিনেত্রী মানালি দে।
রুদ্রনীল ঘোষের সাতে পাঁচে থাকি না ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল লকডাউনের সময়ে। সেই প্রসঙ্গ টেনে এনেই রুদ্রনীলকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, "আমি মাকে হারাবার পরে দিদি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি সাতেও থাকি, পাঁচে থাকি। আমরা বাংলার মানুষ নিজের মেয়েকেই চাই। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়।"
মানালি ছাড়াও এদিন যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও এদিন পতাকা তুলে নিলেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী জুন মালিয়া।
advertisement
advertisement
কাঞ্চন এদিন তৃণমূলে যোগ দিয়েই খেলা হবে স্লোগান তোলেন। তিনি বলেন, "খেলা হবে। দশ বছর পরে কেন এলাম? কারণ দেখছিলাম। দেখলাম উনি ছাড়া আর কেউ পারবে না।"
অন্যদিকে সায়নী তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলেন, "মহিলাদের আত্মসম্মান দিদি দিতে পারবে। ভোটের আগে বাংলা উট পাখির চোখ হতে পারে না। আমাদের ওপর বিশ্বাস রাখুন।"
advertisement
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে বিনোদন জগত বিশেষ ভূমিকা পালন করছে। একের পরে এক অভিনেতা অভিনেত্রী দুই শিবিরেই যোগ দিচ্ছেন। কিছু দিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত সহ একঝাঁক টেলি তারকা। আবার তৃণমূলে এর আগে যোগ দিয়েছেন ভরত কল, দীপঙ্কর দে, সৌরভ দাস, কৌশানী মুখোপাধ্যায়, রণিতা সহ আরও বেশ কয়েকজন তারকা। আর তার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আজ পতাকা তুলে নিলেন টলিউড ও ক্রীড়া জগতের এই তারকারা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আমি সাতেও থাকি পাঁচেও থাকি'! তৃণমূলের পতাকা তুলেই রুদ্রনীলকে খোঁচা মানালির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement