Home /News /entertainment /
Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল

Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল

কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক৷

 • Share this:

  #কলকাতা: নায়িকার এক ইশারাই যথেষ্ট৷ একটি খালি ঘরের দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mullick)৷ চোখে-মুখে একরাশ উচ্ছ্বাস৷ তিনি হাতের ইশারায় সেই ঘরের দিকে সকেলর নজর কাড়ছেন৷ তারপর নিজেই ঢুকে পড়লেন ঘরে আর বন্ধ করে দিলেন দরজা! ব্যস, এক মুহূর্তে পাল্টে গেল সব কিছু৷ কোয়েলকে এভাবে দেখে চোক্ষু চড়কগাছ ভক্তদের৷ আর এই ভিডিওটিও তুমুল গতিতে ভাইরাল (Viral Video)৷

  বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক৷ টলিউডের বাণিজ্যিক ছবির এক চেটিয়া নায়িকা তিনি৷ জিৎ বা দেবের বিপরীতে সুপারহিট কোয়েল৷ তবে অন্য ধারার বাংলা ছবিতেও তিনি অনবদ্য৷ তাই তো গোয়েন্দা মিতিনি মাসি হোক বা রক্তরহস্যের স্বর্ণজা, তিনিই প্রথম পছন্দ পরিচালকদের৷ কোয়েলের রক্তেই রয়েছে অভিনয়৷ তাই তো টলিউডে পা রাখতেই নিজের জাত চিনিয়েছিলেন অভিনেত্রী৷ পর্দায় যেমন গ্ল্যামারাস, পর্দার বাইরেও খুবই আন্তরিক কোয়েল৷ মা হওয়ার পর এখন কিছুটা কাজে বিরতি নিয়েছেন তিনি৷

  আপাতত ছেলের সঙ্গে কিছুটা ব্যস্ত কোয়েল৷ তবে তার মধ্যেও কিছু কিছু কাজের কথা এগিয়েছে৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ না করলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কোয়েল৷ নিয়মিত ছবি পোস্ট করেন৷ কখনও কাজের ছবি বা কখনও পুরনো বেড়াতে যাওয়ার ছবিতে অসম্ভব ভাল সাড়া পেয়েছেন৷ এবার এমনই একটি পোস্ট করলেন কোয়েল, যা বেশ দুষ্টুমিষ্টি! তিনি একটি ঘরের দিকে এগোলেন৷ তারপর ঘরের দরজা বন্ধ হয়ে গেল৷ ভক্তদের চরম উৎসাহ ছিল যে কী হচ্ছে বন্ধ ঘরের ভিতর৷ সেটা নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী৷ ঘরের ভিতর চলছে তাঁর মেকআপ৷ যা করে তিনি একেবারে বদলে গেলেন৷ মেকআপ শেষের সেই ছবিও পোস্ট হল৷ দেখুন সুন্দরীকে!

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Koel Mullick, Viral Video

  পরবর্তী খবর