Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল

Last Updated:

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক৷

#কলকাতা: নায়িকার এক ইশারাই যথেষ্ট৷ একটি খালি ঘরের দিকে এগিয়ে গেলেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mullick)৷ চোখে-মুখে একরাশ উচ্ছ্বাস৷ তিনি হাতের ইশারায় সেই ঘরের দিকে সকেলর নজর কাড়ছেন৷ তারপর নিজেই ঢুকে পড়লেন ঘরে আর বন্ধ করে দিলেন দরজা! ব্যস, এক মুহূর্তে পাল্টে গেল সব কিছু৷ কোয়েলকে এভাবে দেখে চোক্ষু চড়কগাছ ভক্তদের৷ আর এই ভিডিওটিও তুমুল গতিতে ভাইরাল (Viral Video)৷
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী কোয়েল মল্লিক৷ টলিউডের বাণিজ্যিক ছবির এক চেটিয়া নায়িকা তিনি৷ জিৎ বা দেবের বিপরীতে সুপারহিট কোয়েল৷ তবে অন্য ধারার বাংলা ছবিতেও তিনি অনবদ্য৷ তাই তো গোয়েন্দা মিতিনি মাসি হোক বা রক্তরহস্যের স্বর্ণজা, তিনিই প্রথম পছন্দ পরিচালকদের৷ কোয়েলের রক্তেই রয়েছে অভিনয়৷ তাই তো টলিউডে পা রাখতেই নিজের জাত চিনিয়েছিলেন অভিনেত্রী৷ পর্দায় যেমন গ্ল্যামারাস, পর্দার বাইরেও খুবই আন্তরিক কোয়েল৷ মা হওয়ার পর এখন কিছুটা কাজে বিরতি নিয়েছেন তিনি৷
advertisement
advertisement
advertisement
আপাতত ছেলের সঙ্গে কিছুটা ব্যস্ত কোয়েল৷ তবে তার মধ্যেও কিছু কিছু কাজের কথা এগিয়েছে৷ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ না করলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কোয়েল৷ নিয়মিত ছবি পোস্ট করেন৷ কখনও কাজের ছবি বা কখনও পুরনো বেড়াতে যাওয়ার ছবিতে অসম্ভব ভাল সাড়া পেয়েছেন৷ এবার এমনই একটি পোস্ট করলেন কোয়েল, যা বেশ দুষ্টুমিষ্টি! তিনি একটি ঘরের দিকে এগোলেন৷ তারপর ঘরের দরজা বন্ধ হয়ে গেল৷ ভক্তদের চরম উৎসাহ ছিল যে কী হচ্ছে বন্ধ ঘরের ভিতর৷ সেটা নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী৷ ঘরের ভিতর চলছে তাঁর মেকআপ৷ যা করে তিনি একেবারে বদলে গেলেন৷ মেকআপ শেষের সেই ছবিও পোস্ট হল৷ দেখুন সুন্দরীকে!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koel Viral Video: রুমের দরজা বন্ধ করতেই পাল্টে গেলেন কোয়েল! ভিডিও ভাইরাল
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement