#কলকাতা: তারকাদের জীবনে খ্যাতি যেমন রয়েছে, তেমন রয়েছে খ্যাতির বিড়ম্বনাও ৷ প্রত্যেক মুহূর্তেই নানারকম বিতর্ক, সমালোচনার মুখোমুখি হতে হয় তাঁদের ৷ এমনিতেই সারাক্ষণ তাঁদের পিছনে ধাওয়া করে বেড়ান ফোটোগ্রাফাররা ৷ তাই সবসময়ই থাকতে হয় মানুষের নজরের মধ্যে ৷ তাই মানুষের ভালবাসা, সম্মান যতটা পান তাঁরা, ততটাই ক্ষতিগ্রস্থ হয় তাঁদের ব্যক্তিগত জীবনও ৷ অনেক মানুষই অন্যের জীবনে অপ্রয়োজনীয় মাথা গলানোর চেষ্টা করেন ৷ অনেক সময় মাত্রা জ্ঞান থাকে না ৷ তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই ট্রোলড করা হয় ৷
উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের স্ত্রী দেবলীনা কুমার সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ শরীরচর্চার ভিডিওপোস্ট করেছিলেন তিনি ৷ এমনিতে দেবলীনা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ৷ আর তিনি নিজের ফিগার সম্বন্ধেও যথেষ্ট সচেতন ৷ তাই মাঝেমধ্যে জিমের ভিডিও পোস্ট করতে থাকেন দেবলীনা ৷
View this post on Instagram
এ দিনও তেমনই একটি ভিডিও পোস্ট করেছিলেন দেবলীনা ৷ এরপর সেই ভিডিওর কমেন্টে কুরুচিকর মন্তব্য শুরু হয়ে যায় ৷
এক নেটিজেন তাঁকে 'আরও ভাল করে শরীরচর্চা করার' পরামর্শ দেন। ওই নেটিজেনের কমেন্টেরই উত্তর দেন দেবলীনা। ''প্লিজ আরও একটু জেনে নিন দয়া করে, আপনার এই হাফ নলেজ নেওয়া যাচ্ছে না।'' পাল্টা উত্তরে অন্য এক নেটিজেন লেখেন, ''হয়নি কিছুই শুধু ভিডিয়ো তৈরি হয়েছে। এর উত্তরে দেবলীনা লেখেন, ''নিজের ছবিটা লাগা আগে।'' ওই ব্যক্তিও না থেমে ফের লেখেন, ''এটা কে বলতো? চিনিস?'' প্রসঙ্গত ওই ব্যক্তিকে নিজের ছবির বদলে হলিউড অভিনেতা হাভিয়ার বারদেম-এর ছবি লাগিয়ে রাখতে দেখা গিয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Devlina Kumar, Troll