• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • TOLLYWOOD MOVIES ACTRESS DEVLINA KLUMAR POSTED HER DANCE VIDEO ON EA SHORE GOES SUPER VIRAL SDG

Viral: উন্মুক্ত ঊরু, নামমাত্র পোশাকে সমুদ্র সৈকতে উদ্দাম নাচলেন উত্তম কুমারের নাতবউ, মুহূর্তে ভাইরাল ভিডিও...

ব‍্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে ঘুরতে গিয়েছেন দেবলীনা। আর সেখানে গিয়েই হট প‍্যান্ট, কালো ক্রপ টপে সমুদ্র সৈকতে ঝড় তুলেছেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার।

ব‍্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে ঘুরতে গিয়েছেন দেবলীনা। আর সেখানে গিয়েই হট প‍্যান্ট, কালো ক্রপ টপে সমুদ্র সৈকতে ঝড় তুলেছেন উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমার।

 • Share this:

  #কলকাতাঃ মাত্র কয়েক বছরের মধ্যেই টলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। নাচ বা মডেলিং-র জন্য প্রথম থেকেই পরিচিত ছিলেন। তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘প্রাক্তন’ ছবিতে অভিনয়ের পরে  ক্রমেই দেবলীনা টলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর হামি গোত্র একের পর এক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।

  ডিসেম্বরের শেষ সপ্তাহে অভিনেতা তথা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা। বিয়ের পরেও গৌরব-দেবলীনা দার্জিলিং গিয়েছিলেন হানিমুনে। এ বার আবার ব‍্যস্ত শিডিউল থেকে কিছুদিনের বিরতি নিয়ে ঘুরতে গিয়েছেন দেবলীনা। আর সেখানে গিয়েই হট প‍্যান্ট, কালো ক্রপ টপে তাঁকে সমুদ্র সৈকতে তুমুল নাচতে দেখা গিয়েছে। আদনান সামির ‘অ্যায় উড়ি উড়ি উড়ি’ গানের সঙ্গে লাস্যময়ী দেবলীনার আবেদন, মুহূর্তের মধ্যে পুরুষ হৃদয়ে ঝড় তুলে দিয়েছে।

  সোশ‍্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন দেবলীনা। ছবি, নাচের ভিডিওর পাশাপাশি শরীরচর্চার ভিডিও শেয়ার করেন তিনি। এ দিনও নাচের ভিডিওটি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন দেবলীনা। তারপরেই সেটি ভাইরাল হয়ে গিয়েছে।

  Published by:Shubhagata Dey
  First published: