সমুদ্র সৈকতে তুমুল নাচ রাজ-শুভশ্রীর ! ভিডিও ফাঁস করলেন অভিনেতা জিৎ !

Last Updated:

রাজের পরিচালনায় শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে তিনি কাজ করেছিলেন 'অভিমান' ছবিতে।

#কলকাতা: অভিনেতা জিৎ। টলিউডের সুপারহিট নায়ক। তাঁর এক ছবিতেই বাজিমাত। জিৎ সাধারণত কর্মাশিয়াল ছবিই করেন। অ্যাকশন হিরো হিসেবেই তাঁকে চেনে সকলে। এই অভিনেতার কলকাতার ফ্যান ক্লাবও বেশ জোরাল। বসের ছবি এলে তাঁরাই বার বার দেখে ফেলেন। জিতের সঙ্গে টলিউডের প্রায় সব পরিচালকই কাজ করেছেন। নুসরত, কোয়েল, শুভশ্রী সকলের সঙ্গেই জুটি বেঁধে ছবি করেছেন তিনি।
পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনাতেও তিনি কাজ করেছেন। রাজের পরিচালনায় শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে তিনি কাজ করেছিলেন 'অভিমান' ছবিতে। এই ছবির একটি মজার ভিডিও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন অভিনেতা জিৎ।
advertisement
advertisement
সিনেমার পিছনের গল্প জানতে সব সময় মানুষের আগ্রহ থাকে। বিহাইন্ড দ্য সিন নিয়ে উৎসাহের শেষ নেই। অভিমান ছবিতে জিৎ ও শুভশ্রীর জন্য যে গান বেঁধেছিলেন রাজ, সেই গানে নিজেই করলেন নাচ। শুভশ্রীর সঙ্গে সমুদ্র সৈকতে তুমুল নাচ রাজের। এই ভিডিও শেয়ার করে জিৎ লিখলেন,"যদিও এই গান পরিচালক সাহেব নিজের জন্যই বানিয়েছিলেন। কি বলো শুভশ্রী? সায়ন্তিকা?" এই ছবিতে আর এক নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁদেরকেও ট্যাগ করলেন জিৎ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সমুদ্র সৈকতে তুমুল নাচ রাজ-শুভশ্রীর ! ভিডিও ফাঁস করলেন অভিনেতা জিৎ !
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement