#কলকাতা: অভিনেতা জিৎ বাড়িতে কেমন? বা বাবা হিসেবেই বা তিনি কতটা মেয়ের সঙ্গে সময় কাটান? এই প্রশ্ন মনে ভিড় করলে এই ভিডিওই তার উত্তর দিয়ে দেবে৷ জিৎ বাড়িতে যথেষ্ট কাজ করেন এবং মেয়ের খেয়াল রাখেন ভীষণভাবেই৷ সম্প্রতি ডটার্স ডে হিসেবে যেই ভিডিও তিনি পোস্ট করেছিলেন, সেখানে উঠে এসেছে বাবা হিসেবে জিতের কর্মকাণ্ড! মেয়ের সঙ্গে বাড়িতে কীভাবে সময় কাটান তিনি, সেটা বোঝা গিয়েছে বেশ ভালই৷
বাংলার সুপারস্টার জিৎ৷ ভক্ত সংখ্যা প্রচুর৷ সুপারস্টারের পাশাপাশি নিজের একটা ঘরোয়া ইমেজ রয়েছে তাঁর৷ তাঁকে নিয়ে খুব একটা গুঞ্জন বা গসিপ শোনা যায় কমই৷ কাজ আর বাড়ি, এই দুটিই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ৷ প্রেম করে নয়, বাড়ির গুরুজনদের পছন্দ করা মেয়েকেই বিয়ে করে সংসার করছেন তিনি৷ এই থেকেই অনেকটা স্পষ্ট যে পুরনো রীতিনীতিকে কতটা গুরুত্ব দেন জিৎ৷
তাঁর মেয়ের নাম নবন্যা৷ বয়স ৭৷ বাবা-মেয়ের সম্পর্ক খুবই মজাদার৷ কাজের সূত্রে বাবা দীর্ঘক্ষণ বাইরে থাকেন৷ তাই ছোট্ট মেয়ে জিৎকে খুবই মিস করেন৷ কিন্তু যখন বাবা বাড়িতে থাকেন তখন অনেকটাই সময় কাটান মেয়ের সঙ্গে৷ তাই বাবার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার প্রশ্নই থাকে না৷ মেয়ের সঙ্গে কাটানো সময়ের ভিডিও পোস্ট করেছেন জিৎ৷ গোটা ভিডিওটাই যেন আদরে মাখা৷ মেয়ের সঙ্গে খাটে শুয়ে জিৎ করছেন খুনসুটি৷ কখনও নবন্যাকে হাসাচ্ছেন বাবা জিৎ, আবার কখনও যত্নে মেয়ের সঙ্গে চুল বেঁধে দিচ্ছন অভিনেতা৷ মেয়ের সঙ্গে কাটানো সময়ের ভিডিও বাড়িতে ক্যামেরাবন্দি করেছেন জিতের স্ত্রী মোহনা৷ সেই গুলিকেই ডটার্স ডের দিন পোস্ট করেন জিৎ৷ এভাবেই অটুট থাকুন বাবা-মেয়ের সম্পর্ক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeet