Uma| Tollywood|| বড় খবর! সরছেন শিঞ্জিনী চক্রবর্তী? রাতারাতি স্টারকাস্ট বদলে কে হবেন 'উমা'?

Last Updated:

Know the name who will replace actress Shinjinee Chakraborty in 'UMA': টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, 'উমা' ধারাবাহিক থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী।

#কলকাতা: টিআরপি তালিকার বিচারে ধীরে ধীরে বেশ ভালই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে ধারাবাহিক 'উমা'। 'উমা দাস' এবং 'আলিয়া বোস'-এর রেষারেষি, অভির ধীরে ধীরে উমার প্রতি দুর্বলতা বাড়তে থাকা, পিসিমনির উমাকে মেনে নেওয়া...সব মিলিয়ে জমে উঠেছে সিরিয়ালের প্রেক্ষাপট। তবে ধারাবাহিকের দর্শকদের জন্য আচমকাই শোনা যাচ্ছে একটি খারাপ খবর! টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, 'উমা' ধারাবাহিক থেকে নাকি সরে দাঁড়াচ্ছেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী (Shinjinee Chakraborty)।
এই খবর সামনে আসতেই বেজায় মন খারাপ দর্শকদের। ঘরের মেয়ে উমাকে আর দেখতে পাবেন না, ভেবেই মন খারাপ। এত ভাল অভিনয় করছে, দর্শকদের মনে জায়গা করে নিয়েছে মাত্র কয়েকদিনেই, তারপরেও কেন ভাবে পরিবর্তন করা হচ্ছে মূল চরিত্র? তা ভেবেই অবাক সকলে। তার সঙ্গে শিরোনাম বিহীন কয়েকটি সংবাদপত্রের প্রতিবেদনও ভাইরাল হয়েছে সম্প্রতি, যেখানে রয়েছে অভিনেত্রী শ্রুতি দাসের নাম। অর্থাৎ 'উমা' হবেন শ্রুতি দাস। শারীরিক অসুস্থতার জন্যই নাকি ধারাবাহিক থেকে সরে দাঁড়াচ্ছেন শিঞ্জিনী (Shinjinee Chakraborty)। শোনা যাচ্ছে আগামী ৫ এপ্রিল থেকেই নাকি শ্যুটিং শুরু করবেন শ্রুতি।
advertisement
আরও পড়ুন: 'খড়কুটো'য় গুনগুনের 'ড্যাডি' প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের জায়গায় অভিনয় করবেন কে? জানুন...
যদিও একটি বাংলা নামী ওয়েবসাইটে প্রকাশিত বিনোদনের প্রতিনিধিকে নায়িকা শ্রুতি দাস জানিয়েছেন, 'এই খবর একেবারে মিথ্যা।' এপ্রিল ফুল বানাতেই তৈরি হয়েছিল নানা ধরণের মিম। যা নিয়েই চলছে চর্চা। তবে আদৌ এই খবরের সত্যতা আছে? নাকি সত্যি 'উমা'র চরিত্রে অভিনয় করবেন অন্য কেউ? তা জানতে হলে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Uma| Tollywood|| বড় খবর! সরছেন শিঞ্জিনী চক্রবর্তী? রাতারাতি স্টারকাস্ট বদলে কে হবেন 'উমা'?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement