Tollywood Actress: লাগাতার ধর্ষণের হুমকি! অভিযোগ টলি অভিনেত্রীর, আরজি কর কাণ্ডে মুখ খুলতেই বাড়ছে চরম বিপদ, শেষমেশ যা করলেন...
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Tollywood Actress: আরজি কর কাণ্ডে নির্যাতিতার হয়ে প্রতিবাদে মিছিলে মিটিংয়ে দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে। তারপর থেকে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছিলেন রূপা।
কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে গোটা দেশে এমনকী সারা বিশ্বেও। এই ঘটনার নৃশংসতায় কেঁপে উঠছেন দেশবাসী। অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন আট থেকে আশি সকলেই৷ এর মধ্যেই ঘটে গেল সাংঘাতিক কাণ্ড৷
যত দিন যাচ্ছে ততই যেন পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে৷ সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নতুন কিছু নয়৷ সামাজিক মাধ্যমে কম-বেশি আক্রমণ নতুন কোনও বিষয় নয়। এবার তেমনটাই হয়েছে অভিনেত্রীর ক্ষেত্রে৷ যেভাবে দিনের পর দিন অভিনেত্রীকে কদর্য আক্রমণ করা হচ্ছে তাতে রীতিমতো বিরক্ত অভিনেত্রী৷ একাধিকবার অশালীন আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য৷
advertisement
advertisement
আরজি কর কাণ্ডে নির্যাতিতার হয়ে প্রতিবাদে মিছিলে মিটিংয়ে দেখতে পাওয়া গিয়েছিল অভিনেত্রী রূপা ভট্টাচার্যকে। তারপর থেকে ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি পাচ্ছিলেন রূপা। লালবাজারে সাইবার ক্রাইমে জানিয়েও কোনও লাভ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন রূপা। আইনজীবী মারফত আইনি পথে লড়ছেন। এবং প্রতিদিন এরকম ধর্ষণের হুমকিতে ভীত অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 28, 2024 6:30 PM IST










