Moon Moon Sen Husband Death: মুহূর্তে সব শেষ...! অন্তিম সময়েও থাকতে পারলেন না স্বামীর কাছে, কলকাতায় ছুটে এলেন মুনমুন

Last Updated:

Moon Moon Sen Husband Death: সঙ্গীহারা হলেন টলিউড নায়িকা৷ ৭০ বছর বয়সে প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। ইতিমধ্যেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছলেন অভিনেত্রী মুনমুন সেন।

কলকাতায় ছুটে এলেন মুনমুন
কলকাতায় ছুটে এলেন মুনমুন
কলকাতা: টলিপাড়ার ফের শোকের ছায়া৷ আচমকাই বড়সড় অঘটন নেমে এলে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেনের জীবনে৷ সঙ্গীহারা হলেন টলিউড নায়িকা৷ ৭০ বছর বয়সে প্রয়াত হলেন মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা৷ স্বামীকে হারিয়ে শোকের কাতর অভিনেত্রী৷
ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছলেন অভিনেত্রী মুনমুন সেন। এই মুহূর্তে কোনও মন্তব্য করতে চাননি। অভিনেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে রাইমা সেন। মুনমুন সেন এবং রাইমা সেন দিল্লির থেকে ফিরে তাদের বালিগঞ্জ সার্কুলার রোডের ফ্ল্যাটে এসেছেন। এরপর পারিবারিক সিদ্ধান্ত নিয়ে ভারত দেব বর্মার শেষকৃত্য সম্পন্ন হবে। বেশ কিছু বিশিষ্টদের শেষশ্রদ্ধা জানাতে আসার কথা জানা গিয়েছে।
advertisement
advertisement
দীর্ঘ ৪৬ বছরের দাম্পত্যে ইতি পড়ল৷ মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরত দেব বর্মা৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৩ বছর৷ এদিন সকালে শরীরে অস্বস্তি শুরু হয়৷ তড়িঘড়ি করে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর দিয়ে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ৷ পিতৃহারা হলেন মুনমুনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন৷ বাবাকে হারিয়ে শোকে পাথর দুই কন্যা৷
advertisement
১৯৭৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মুনমুন সেন ও ভরত দেব বর্মা৷ কেরিয়ার তখন মধ্যগগণে, কোনও তারকাকে নয় বরং ত্রিপুরার রাজ পরিবারের ছেলে ভরত দেব বর্মাকে বিয়ে করেছিলেন নায়িকা৷ নিজে দাঁড়িয়ে মেয়েকে ভরতের হাতে তুলে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন৷ দীর্ঘদিনের দাম্পত্যে মুনমুনকে একা রেখেই না ফেরার দেশে পাড়ি দিলেন ভরত৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Moon Moon Sen Husband Death: মুহূর্তে সব শেষ...! অন্তিম সময়েও থাকতে পারলেন না স্বামীর কাছে, কলকাতায় ছুটে এলেন মুনমুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement