Koel Mallick Injured: মারাত্মক দুর্ঘটনা! গুরুতর আহত কোয়েল মল্লিক, শ্যুটিং সেটে সাংঘাতিক চোট, তড়িঘড়ি হাসপাতালে নায়িকা

Last Updated:

Koel Mallick Injured: আচমকাই ঘটে গেল বিরাট বিপত্তি৷ গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রূ কোয়েল মল্লিক৷ শ্যুটিং সেটেই সাংঘাতিক চোট পেলেন নায়িকা৷ তড়িঘড়ি কোয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

গুরুতর আহত কোয়েল মল্লিক
গুরুতর আহত কোয়েল মল্লিক
কলকাতা: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ আচমকাই ঘটে গেল বিরাট বিপত্তি৷ গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক৷ শ্যুটিং সেটেই গুরুতর চোট পেলেন নায়িকা৷ তড়িঘড়ি কোয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
কীভাবে ঘটল এই ঘটনা? জানা গেছে, মিতিন মাসির ছবির শ্যুটিং চলছে৷ সেখানেই অ্যাকশন দৃশ্যের শ্যুটে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী কোয়েল৷ রবিবার নেপালগঞ্জেই চলছিল ছবির শ্যুটিং৷ সেখানেই আহত হন টলি ক্যুইন৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে৷ ডান হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি৷
advertisement
advertisement
অভিনেত্রী কোয়েল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শ্যুটিং সেটে চোট পাওয়ার পর বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে৷ এক্স রে করার পর দেখা যায় হাতে ফ্র্যাকচার হয়েছে৷ তারপরই হাতে প্লাস্টার করা হয়৷  তারপর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়৷ আপাতত চিকিৎসকের পরামর্শে বাড়িতেইকিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী৷ সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন৷
advertisement
এখন কেমন আছেন অভিনেত্রী? জানা গেছে, আগেরবার যে হাতে চোট পেয়েছিলেন এবারও সেই হাতেই ব্যথা পেয়েছেন৷ হাতে অসহ্য যন্ত্রণা রয়েছে৷ সেই কারণেই ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে৷  হাতের ব্যথা না কমলে শ্যুটিংয়ে যেতে পারবেন না অভিনেত্রী৷ তবে এখন আগের তুলনায় মোটামুটি সুস্থ আছেন নায়িকা।
advertisement
উল্লেখ্য, গত বছরের পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’৷ অরিন্দম শীলের পরিচালনায় মুক্তি পাবে এবারের ছবি ‘খুনির সন্ধানে’৷ সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস অবলম্বনে এই ছবিটিতে একঝাঁক তারকার পাশাপাশি এবারেও মিতিন মাসি চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা৷ তাঁর অনুরাগীরা সকলেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Koel Mallick Injured: মারাত্মক দুর্ঘটনা! গুরুতর আহত কোয়েল মল্লিক, শ্যুটিং সেটে সাংঘাতিক চোট, তড়িঘড়ি হাসপাতালে নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement