Koel Mallick Injured: মারাত্মক দুর্ঘটনা! গুরুতর আহত কোয়েল মল্লিক, শ্যুটিং সেটে সাংঘাতিক চোট, তড়িঘড়ি হাসপাতালে নায়িকা
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Koel Mallick Injured: আচমকাই ঘটে গেল বিরাট বিপত্তি৷ গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রূ কোয়েল মল্লিক৷ শ্যুটিং সেটেই সাংঘাতিক চোট পেলেন নায়িকা৷ তড়িঘড়ি কোয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷
কলকাতা: টলিপাড়ায় ফের খারাপ খবর৷ আচমকাই ঘটে গেল বিরাট বিপত্তি৷ গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক৷ শ্যুটিং সেটেই গুরুতর চোট পেলেন নায়িকা৷ তড়িঘড়ি কোয়েলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
কীভাবে ঘটল এই ঘটনা? জানা গেছে, মিতিন মাসির ছবির শ্যুটিং চলছে৷ সেখানেই অ্যাকশন দৃশ্যের শ্যুটে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী কোয়েল৷ রবিবার নেপালগঞ্জেই চলছিল ছবির শ্যুটিং৷ সেখানেই আহত হন টলি ক্যুইন৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেত্রীকে৷ ডান হাতে গুরুতর চোট পেয়েছেন তিনি৷

advertisement
advertisement
অভিনেত্রী কোয়েল সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শ্যুটিং সেটে চোট পাওয়ার পর বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে৷ এক্স রে করার পর দেখা যায় হাতে ফ্র্যাকচার হয়েছে৷ তারপরই হাতে প্লাস্টার করা হয়৷ তারপর হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়৷ আপাতত চিকিৎসকের পরামর্শে বাড়িতেইকিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী৷ সমস্ত চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন৷
advertisement
এখন কেমন আছেন অভিনেত্রী? জানা গেছে, আগেরবার যে হাতে চোট পেয়েছিলেন এবারও সেই হাতেই ব্যথা পেয়েছেন৷ হাতে অসহ্য যন্ত্রণা রয়েছে৷ সেই কারণেই ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে৷ হাতের ব্যথা না কমলে শ্যুটিংয়ে যেতে পারবেন না অভিনেত্রী৷ তবে এখন আগের তুলনায় মোটামুটি সুস্থ আছেন নায়িকা।
advertisement
উল্লেখ্য, গত বছরের পুজোর সময় মুক্তি পেয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’৷ অরিন্দম শীলের পরিচালনায় মুক্তি পাবে এবারের ছবি ‘খুনির সন্ধানে’৷ সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস অবলম্বনে এই ছবিটিতে একঝাঁক তারকার পাশাপাশি এবারেও মিতিন মাসি চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা৷ তাঁর অনুরাগীরা সকলেই অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 2:21 PM IST