Darshana-Sourav Wedding: পরম-পিয়ার পর ছাদনাতলায় সৌরভ-দর্শনা! লুকনো প্রেম এবার পাবে বিয়ের পরিণতি, কবে থেকে সম্পর্কে জুটি!

Last Updated:

Darshana-Sourav Wedding: বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'অল্প হলেও সত্যি'র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর 'গোলেমালে গোল'-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে।

সৌরভ দাস এবং দর্শনা বণিক বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
সৌরভ দাস এবং দর্শনা বণিক বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
কলকাতা: টলিউডে বিয়ের মরশুম। সোমবার রেজিস্ট্রি করে চারহাত এক হল পিয়া চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের। অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে টলি নায়কের বিয়ে নিয়ে সারা শহর সরগরম ছিল গোটা দিন।
রাত গড়াতেই আরও এক বিয়ের খবর প্রকাশ্যে। টলিউডের পর্দার জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
এতদিন তাঁদের সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেননি কেউই। তারই মধ্যে হঠাৎ টলিপাড়ার অলিগলিতে খবর, গাঁটছড়া বাঁধতে চলেছেন নায়ক-নায়িকা।
advertisement
advertisement
সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বর বিয়ে হবে সৌরভ এবং দর্শনা। সন্ধ্যা ৬টায় মণ্ডপে পা রাখবেন বর-কনে। পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে আসর বসবে।
বর-কনের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘অল্প হলেও সত্যি’র সময় থেকে বন্ধুত্ব হয় দর্শনা ও সৌরভের। তারপর ‘গোলেমালে গোল’-এর সময়ে বন্ধুত্বের গভীরতা আরও বাড়তে থাকে। তাছাড়া সৌরভ এবং দর্শনার একাধিক কমন বন্ধু ছিল৷ যার ফলে ঘনিষ্ঠতা বাড়তে বেশি সময় লাগেনি। এবার টলিউড পাবে আরও এক তারকাদম্পতি। অপেক্ষা শুধু আগামী মাসের ১৫ তারিখের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Darshana-Sourav Wedding: পরম-পিয়ার পর ছাদনাতলায় সৌরভ-দর্শনা! লুকনো প্রেম এবার পাবে বিয়ের পরিণতি, কবে থেকে সম্পর্কে জুটি!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement