#কলকাতা: টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। শেষ জয় হল না তাঁর।
খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। বহুদিন ধরেই অসুস্থ তিনি। গলায় স্টেন বাসানো হয়েছিল। গত কয়েকদিন ধরেই খুব অসুস্থ তিনি। আইসিইউতে ভর্তি ছিলেন শুভময়। তবে এত লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। একের পর এক খারাপ খবর যেন পিছন ছাড়তেই চাইছে না।
শুভময় টলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন। সিনেমা, সিরিয়াল নাটক সবেতেই তিনি সকলের মন জয় করেছেন। দাপুটে অভিনেতাদের একজন ছিলেন শুভময়। বহু সিনেমা সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। দারুণ মজার মানুষ ছিলেন তিনি। ভালবাসতেন মিমিক্রি করতে। শ্যুটিং ফ্লোরে শুভদা থাকা মানেই ছিল জমাটি আড্ডা। তাঁর এভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউ। সম্প্রতি 'চোলাই' ছবির জন্য সংলাপ লেখায় ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। এছাড়াই ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া শর্ট ফিল্ম ' 'হরে কৃষ্ণ'তে অভিনয় করেছিলেন শুভময়। টলিউডের বহু মানুষ শোকাহত। কিছুদিন আগে নিজের এক কাছের আত্মীয়ের বাড়িতে গিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন শুভময়। তবে কী তিনি বুঝতে পেরে গিয়েছিলেন, তাঁর চলে যাওয়ার সময় হয়েছে।
টলিউডেও যেন পিছু ছাড়তে চাইছে না মৃত্যু খবর। একের পর এক অভিনেত্রীর আত্মহত্যার খবরে এমনিই ভারাক্রান্ত টলিউডের আকাশ। সে সবের মাঝে এমন দাপুটে অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নামবেই! বহু কাজ এখনও বাকি রয়ে গেল শুভময় চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শোকবার্তায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Subhomay Chatterjee, Tollywood