Actor Subhomay Chatterjee Passes Away: টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়!

Last Updated:

Actor Subhomay Chatterjee Passes Away: ক্যানসারের সঙ্গে শেষ লড়াই জেতা হল না অভিনেতার!

#কলকাতা: টলিপাড়ায় ফের শোকের ছায়া। প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। শেষ জয় হল না তাঁর।
খাদ্যনালীর ক্যানসারে আক্রান্ত ছিলেন অভিনেতা। বহুদিন ধরেই অসুস্থ তিনি। গলায় স্টেন বাসানো হয়েছিল। গত কয়েকদিন ধরেই খুব অসুস্থ তিনি। আইসিইউতে ভর্তি ছিলেন শুভময়। তবে এত লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিপাড়ায়। একের পর এক খারাপ খবর যেন পিছন ছাড়তেই চাইছে না।
শুভময় টলিউডের জনপ্রিয় অভিনেতা ছিলেন। সিনেমা, সিরিয়াল নাটক সবেতেই তিনি সকলের মন জয় করেছেন। দাপুটে অভিনেতাদের একজন ছিলেন শুভময়। বহু সিনেমা সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। দারুণ মজার মানুষ ছিলেন তিনি। ভালবাসতেন মিমিক্রি করতে। শ্যুটিং ফ্লোরে শুভদা থাকা মানেই ছিল জমাটি আড্ডা। তাঁর এভাবে চলে যাওয়া মানতে পারছেন না কেউ। সম্প্রতি 'চোলাই' ছবির জন্য সংলাপ লেখায় ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। এছাড়াই ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া শর্ট ফিল্ম ' 'হরে কৃষ্ণ'তে অভিনয় করেছিলেন শুভময়। টলিউডের বহু মানুষ শোকাহত। কিছুদিন আগে নিজের এক কাছের আত্মীয়ের বাড়িতে গিয়ে হাউ হাউ করে কেঁদেছিলেন শুভময়। তবে কী তিনি বুঝতে পেরে গিয়েছিলেন, তাঁর চলে যাওয়ার সময় হয়েছে।
advertisement
advertisement
টলিউডেও যেন পিছু ছাড়তে চাইছে না মৃত্যু খবর। একের পর এক অভিনেত্রীর আত্মহত্যার খবরে এমনিই ভারাক্রান্ত টলিউডের আকাশ। সে সবের মাঝে এমন দাপুটে অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নামবেই! বহু কাজ এখনও বাকি রয়ে গেল শুভময় চট্টোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শোকবার্তায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actor Subhomay Chatterjee Passes Away: টলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement