Ankush Hazra: অঙ্কুশকে ED-র সমন! পুজোর আগেই দিতে হবে হাজিরা, বড়সড় জালিয়াতিতে নাম জড়াল অভিনেতার, কী করেছেন বাংলার বিখ্যাত নায়ক?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ankush Hazra: টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা পড়লেন বড় বিপাকে৷ অবৈধ বেটিং অ্যাপের প্রচারণার তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জনপ্রিয় বাঙালি অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছে।
কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা পড়লেন বড় বিপাকে৷ অবৈধ বেটিং অ্যাপের প্রচারণার তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জনপ্রিয় বাঙালি অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র শনিবার জানিয়েছে যে, অভিনেতাকে আগামী ১৬ সেপ্টেম্বর কলকাতার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে কর্মকর্তাদের সামনে হাজির হতে বলা হয়েছে। অর্থাৎ পুজোর আগেই অঙ্কুশকে তদন্তকারীদের কড়া প্রশ্নের মুখে পড়তে হবে ।
ইডির সমনের পর অভিনেতার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনিই প্রথম বাঙালি অভিনেতা যিনি এই বিশেষ মামলার সঙ্গে সম্পর্কিত সমন পেয়েছেন। তিনি এই বিষয়ে কোনও কথা বলতে চাননি৷
আরও পড়ুন-রাত পোহালেই রাধাষ্টমী…! এই ৬ রাশি ‘ভাগ্যবান’, কেরিয়ারে উন্নতি, রাধারানির কৃপায় খুলবে ভাগ্যের দরজা, কাদের লাগবে ‘লটারি’?
গত বছর থেকে, বেশ কয়েকজন বলিউড এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটার অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগে তদন্তের আওতায় রয়েছেন। তালিকায় বিজয় দেবেরকোন্ডা, রানা ডাগ্গুবাতি, প্রকাশ রাজ, পাশাপাশি হরভজন সিং, উর্বশী রাউতেলা এবং সুরেশ রায়নাও রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন-বুকের পাশে বা গোপনাঙ্গে ‘তিল’রয়েছে? কীসের লক্ষণ জানেন! মানুষ হিসেবে এঁরা কেমন? তিল দেখেই জানুন চরিত্র, মিলিয়ে নিন আপনারটাও
গত জুনে, সুরেশ-হরভজন-সহ বেশ কয়েকজন তারকা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে তাদের বক্তব্য রেকর্ড করেছিলেন। এই তারকাদের মধ্যে বেশ কয়েকজন এখন অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য আইনি ঝামেলায় পড়েছেন।
সূত্রের খবর, এবার সেই তালিকায় নাম জড়াল টলিউের অভিনেতা অঙ্কুশ হাজরাও রয়েছেন। জানা গেছে যে নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচারণার বিষয়ে ইডির চলমান তদন্তের অংশ হিসেবে অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষাপটে, বাঙালি অভিনেতাকেও ইডি অফিসে হাজির হতে হবে।
advertisement
সূত্র জানিয়েছে যে বাজি কোম্পানিগুলি তাদের অ্যাপ এবং ওয়েবসাইট প্রচারের জন্য অত্যন্ত জনপ্রিয় তারকাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। যেহেতু জনপ্রিয় তারকারা এই বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত, তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই ধরনের অ্যাপ ব্যবহারে প্রভাবিত হচ্ছে।
অভিযোগ রয়েছে যে এই অ্যাপগুলির প্রচারের বিনিময়ে তারকারা আর্থিক সুবিধা পেয়েছিলেন। তদন্তকারীদের সন্দেহ, এই বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা আয় করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওলার মাধ্যমে টাকা স্থানান্তর করা হয়েছিল বলেও অভিযোগ।
advertisement
উল্লেখ্য, এই মুহূর্তে আপকামিং ছবি ‘রক্তবীজ ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা অঙ্কুশ৷ আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার পুজোর ছবি৷ যেখানে একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে অভিনেতাকে৷ এছাড়া ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনেও দেখা যাচ্ছে টলিউডের এই অভিনেতাকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 8:36 PM IST