Tollygunge Entertainment Industry: ফের শুরু সিনেমা ধারাবাহিক ওটিটি-র শ্যুটিং, অচলাবস্থা কাটিয়ে বুধ সকালে পুরনো ছন্দে টালিগঞ্জ

Last Updated:

Tollygunge Entertainment Industry: সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল স্টুডিওগুলিতে৷ অচলাবস্থা কাটতেই এদিন সকাল থেকে স্টুডিওতে ‘মহালয়ে মহামায়া’ ওয়েব সিরিজের শ্যুটিং-এর প্রস্তুতি চলে৷

বুধবার থেকেই ফের শ্যুটিং শুরু
বুধবার থেকেই ফের শ্যুটিং শুরু
কলকাতা : ‘লাইটস, ক্যামেরা, অ্যাকশন’! চেনা শব্দে পুরনো ছন্দে ফিরে এল টালিগঞ্জ৷ দু’দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হল শ্যুটিং৷ সকাল থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল স্টুডিওগুলিতে৷ অচলাবস্থা কাটতেই এদিন সকাল থেকে স্টুডিওতে ‘মহালয়ে মহামায়া’ ওয়েব সিরিজের শ্যুটিং-এর প্রস্তুতি চলে৷ ভারতলক্ষ্মী স্টুডিওতে পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের ১০০ পর্বের ধারাবাহিক ‘দেবী নিয়ে কাণ্ড hebbi’-র কাজ চলে জোরকদমে। উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিক, প্রসুন গাইন-সহ অন্যান্য শিল্পী। জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর কুশীলবদেরও দেখা গেল ব্যস্ততার মাঝে৷
প্রসঙ্গত শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটে টালিগঞ্জের স্টুডিওপাড়ার অচলাবস্থা৷ কর্মবিরতি থেকে সরে এসে পরিচালক, কলাকুশলী সব পক্ষই জানিয়ে দেয়, বুধবার থেকেই ফের শ্যুটিং শুরু হবে৷ মঙ্গলবার বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, গৌতম ঘোষরা৷ নবান্নের বৈঠকের পর প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং তার পর টেকনিশিয়ানস স্টুডিওয় ফের একবার নিজেদের মধ্যে আলোচনায় বসেন পরিচালকরা৷ এর পরেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানান তাঁরা৷
advertisement
অন্যদিকে কলাকুশলীদের সংগঠনের পক্ষ থেকেও স্বরূপ বিশ্বাস জানিয়ে দেন, বুধবার থেকে টেকনিশিয়ানরাও শ্যুটিংয়ে যোগ দেবেন৷ এ দিন স্বরূপ বিশ্বাসকেও ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বরূপ জানিয়েছেন, সব পক্ষের দাবি এবং সমস্যা শোনার জন্য একটি কমিটি গড়ে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ সেই কমিটির কাছেই নিজেদের বক্তব্য জানাবেন তাঁরা৷ যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে সমস্যার সূত্রপাত, তিনি এক সপ্তাহ পর থেকে শ্যুটিং শুরু করবেন কি না, তা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরূপ৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে কিছু নির্দেশ এসেছে৷ আমরা সেই নির্দেশকে মান্যতা দেব৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : আমেরিকান মহিলাকে তাঁর প্রাক্তন স্বামীই মহারাষ্ট্রের জঙ্গলে ফেলে গিয়েছেন চেনবন্দি অবস্থায়? ক্রমশ জটিল রহস্য
ফলে রাহুল মুখোপাধ্যায় এখনই পরিচালক হিসেবে কাজ শুরু করতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল৷ শ্যুটিং শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্টিস্ট ফোরামও৷ তবে বার বার এই ধরনের জটিলতার মধ্যে পড়ে অভিনেতা অভিনেত্রীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন বলে ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ যে কমিটি গড়ার কথা বলা হয়েছে, তাতে শিল্পীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবিও জানানো হয়েছে৷
advertisement
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে বয়কট করেছিলেন কলাকুশলীরা৷ এর পাল্টা পদক্ষেপে সোমবার থেকে কাজ বন্ধ করে দেন পরিচালকরাও৷ এর ফলে সিনেমা তো বটেই, মেগা সিরিয়াল-সহ টেলিভিশন, ওটিটি-র বিভিন্ন শ্যুটিংও বন্ধ হয়ে যায় টালিগঞ্জে৷ দু’ দিন ধরে অচলাবস্থা তৈরি হওয়ার পর শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollygunge Entertainment Industry: ফের শুরু সিনেমা ধারাবাহিক ওটিটি-র শ্যুটিং, অচলাবস্থা কাটিয়ে বুধ সকালে পুরনো ছন্দে টালিগঞ্জ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement