Tollywood: শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখছেন শিবপ্রসাদ... এক অভিনব প্রেম, রোমান্স, সম্মোহনের সাক্ষী থাকল টলিউড

Last Updated:

তবে এই গানে শুধুই ঘনিষ্ঠতা আছে। আবেগ আছে। কোথাও নগ্নতা নেই। পরিচালক, চিত্রগ্রাহক এবং অভিনেতারা তা ফুটিয়েও তুলেছেন অসাধারণ দক্ষতায়। প্রেম আছে, অভিমান আছে। ভেঙে যাওয়ার গল্পও আছে। তবে মিল নাকি বিচ্ছেদ, তা অবশ্য সময়ই বলবে।

মুক্তি পেল 'আমার বস' ছবির নতুন গান 'মালাচন্দন'
মুক্তি পেল 'আমার বস' ছবির নতুন গান 'মালাচন্দন'
কলকাতা: ফের চমক। মুক্তি পেল উইন্ডোজের ‘আমার বস’ ছবির আরও একটি গান ‘মালাচন্দন’। মুক্তি পেতেই যেন মুগ্ধ দর্শকেরা। এত অপূর্ব রসায়ন, এর আগে কমই দেখেছেন তাঁরা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের খোলা পিঠে কবিতা লিখছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সে এক অদ্ভুত রোম্যান্স, মুগ্ধতা। এক মায়াবী আয়োজন। কথা ও সুর অনুপম রায়ের। গানটি গেয়েছেনও তিনিই।
তবে এই গানে শুধুই ঘনিষ্ঠতা আছে। আবেগ আছে। কোথাও নগ্নতা নেই। পরিচালক, চিত্রগ্রাহক এবং অভিনেতারা তা ফুটিয়েও তুলেছেন অসাধারণ দক্ষতায়। প্রেম আছে, অভিমান আছে। ভেঙে যাওয়ার গল্পও আছে। তবে মিল নাকি বিচ্ছেদ, তা অবশ্য সময়ই বলবে।
advertisement
advertisement
‘আমার বস’-এর মূল আকর্ষণ কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজার। এই সিনেমার হাত ধরে প্রায় ২২ বছর পর পর্দায় ফিরতে চলেছেন তিনি। রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন, শ্রুতি দাস, আভেরি সিংহ রায়, প্রমুখ। ৯ মে বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি। ইতিমধ্যে, এই ছবিরই আরেকটি গান, ‘আজ বসন্ত ডেকেছে’ মুক্তি পেয়েছে। অনুপম রায়ের লেখা ও সুরে এই গান গেয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘বহুরূপী’র পর থেকে নন্দিতা-শিবপ্রসাদকে ঘিরে দর্শকদের আশা বেড়েছে আরও। ‘আমার বস’ কতটা আশাপূরণ করবে তা অবশ্য সময়ের অপেক্ষা।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা লিখছেন শিবপ্রসাদ... এক অভিনব প্রেম, রোমান্স, সম্মোহনের সাক্ষী থাকল টলিউড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement