Tina Dutta : মোনোকিনি বা বিকিনিতে সামাজিক মাধ্যমে ছবি দিলে কী অভিজ্ঞতা হয় ‘উতরন’-এর টিনার?

Last Updated:

সাঁতারপোশাকে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে কী অভিজ্ঞতা হয়েছিল? জানিয়েছেন ‘উতরন’-এর টিনা দত্ত (Tina Dutta) ৷

মুম্বই : সাঁতারপোশাকে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে কী অভিজ্ঞতা হয়েছিল? জানিয়েছেন ‘উতরন’-এর টিনা দত্ত (Tina Dutta) ৷ বলেছেন, তাঁর অনুরাগীরা এখনও তাঁকে ‘উতরন’ ধারাবাহিকের ‘ইচ্ছা’ ও তার মেয়ে ‘মিঠি’ বলেই ভাবে ৷ ধারাবাহিকে এই দু’টি চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ৷ সংবাদমাধ্যমে টিনা বলেছেন, ‘‘একজন অভিনেতার পক্ষে একটি চরিত্র থেকে অন্য চরিত্রে যাওয়া কঠিন নয় ৷ কিন্তু কেউ যদি দীর্ঘ দিন ধরে মেগা ধারাবাহিকে অভিনয় করে যান, তাহলে তাঁর অভিনীত চরিত্র দর্শকের মনে গেঁথে যায় ৷ সেই ভাবমূর্তি মুছে অভিনেতাকে নতুন চরিত্রে ভাবা দর্শকদের পক্ষে খুব কঠিন ৷’’
২৯ বছর বয়সি অভিনেত্রী স্পষ্টতই জানিয়েছেন, অনুরাগীরা সামাজিক মাধ্যমে বিকিনি পরিহিত অবস্থায় তাঁর ছবি চান না ৷ বলেছেন, আজও যদি তিনি মোনোকিনি বা বিকিনিতে নিজের কোনও ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন, অনুরাগীরা আপত্তি জানান ৷ তাঁরা মন্তব্য করেন, ‘ইচ্ছা কী করে এরকম পোশাক পরতে পারে?’
একে একদিকে উৎসাহব্যঞ্জকই মনে করেন টিনা ৷ কারণ দর্শক এখনও তাঁর অভিনয় মনে রেখেছেন ৷ তবে পাশাপাশি তাঁর এ কথাও মনে হয়, দর্শক কেন তাঁকে পাশ্চাত্য পোশাকে মেনে নিতে পারেন না!
advertisement
advertisement
জনপ্রিয় ধারাবাহিক ‘উতরন’ সম্প্রচারিত হয়েছিল ২০০৮-এর ১ জানুয়ারি থেকে ২০১৫-র ১৬ জানুয়ারি অবধি ৷ এই দীর্ঘ সময়ে মোট ১৫৪৯ পর্ব সম্প্রচারিত হয়েছিল ৷
দরিদ্র পরিচারিকার মেয়ে ইচ্ছা এবং ধনীর দুলারী তপস্যার মধ্যে ঘাত প্রতিঘাত নিয়ে শুরু হয়েছিল কাহিনি ৷ পরে তা এগিয়ে গিয়েছিল ইচ্ছা ও তপস্যার মেয়েদের প্রজন্মেও ৷
টিনা ছাড়াও এই ধারাবাহিকের উল্লেখযোগ্য অন্যান্য কুশীলবরা ছিলেন রশমি দেশাই, বিকাশ ভল্লা, রোহিত খুরানা, সৃজিতা দে, ম্রুণাল জৈন ও অজয় চৌধুরি ৷
advertisement
শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা টিনা অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিকে ৷ একাধিক রিয়্যালিটি শো-এর অংশও ছিলেন তিনি ৷ কিন্তু ‘উতরন’-এর মতো সাফল্য শীর্ষ পরের প্রচেষ্টাগুলিতে থেকে গিয়েছে অধরাই ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tina Dutta : মোনোকিনি বা বিকিনিতে সামাজিক মাধ্যমে ছবি দিলে কী অভিজ্ঞতা হয় ‘উতরন’-এর টিনার?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement