দেখা মাত্রই শ্রদ্ধাকে চুমু খেলেন টাইগার !
Last Updated:
কী বলছেন দেখুন, ‘বাগি’ ছবির পরিচালক সাব্বির খান ৷ শ্রদ্ধাকে সামনে পেয়ে টাইগার নাকি টুক করে খেয়ে ফেলেছিলেন চুমু ! তাও আবার হাত, গালে, মাথায় নয় ৷ একেবারে ঠোঁট ঠাসা চুমু ৷ চকাস! গপ্পোটা ডিটেলই বললেন পরিচালক সাব্বির ৷
#মুম্বই: কী বলছেন দেখুন, ‘বাগি’ ছবির পরিচালক সাব্বির খান ৷ শ্রদ্ধাকে সামনে পেয়ে টাইগার নাকি টুক করে খেয়ে ফেলেছিলেন চুমু ! তাও আবার হাত, গালে, মাথায় নয় ৷ একেবারে ঠোঁট ঠাসা চুমু ৷ চকাস! গপ্পোটা ডিটেলই বললেন পরিচালক সাব্বির ৷
ঘটনাটি প্রায় এক বছর আগেকার ৷ সবে তখন ‘বাগি’ ছবির চিত্রনাট্য হয়েছে তৈরি ৷ ঠিক হয়েছে ছবিতে নায়ক-নায়িকা হবে জ্যাকি শ্রফ পুত্র টাইগার আর শক্তি কাপুর কন্যা শ্রদ্ধা ৷ শ্যুটিয়ের একেবারে প্রথম দিন ৷ জোরে পড়ছিল বৃষ্টি ৷ তারই মাঝে, বৃষ্টিতে কাকভেজা অবস্থায় কালো স্যান্ডো গেঞ্জি পরে টাইগার এগিয়ে গেলেন শ্রদ্ধার দিকে ৷ উল্টো দিকে সাদা পাতলা জামা পরে ভেজা অবস্থায় দাঁড়িয়ে ছিলেন শ্রদ্ধা ৷ ব্যস, ঝোঁপ বুঝে কোপ ৷ হাতের পেশি ফুলিয়ে শ্রদ্ধাকে কাছে ডেকে ৷ শ্রদ্ধার ঠোঁটে, টাইগারের ঠোঁট ! একমিনিট সময় পেরতেই, পরিচালক সাব্বির বলে উঠলেন কাট ৷ এই দৃশ্যই নাকি ছিল ‘বাগি’ ছবির প্রথম স্যুট হওয়া দৃশ্য ৷ আপাতত, প্রকাশ্যে এসেছে ‘বাগি’ ছবির পোস্টার ৷ পোস্টারে একেবারে নতুন অবতারে শ্রদ্ধা-টাইগার ৷ কিন্তু নয়া অবতার নয়, নতুন চুমুই আপাতত হিট গোটা বলিউডে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2016 4:48 PM IST