কমল হাসানের শ্যুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, ক্রেন ভেঙে মৃত তিন সহ-পরিচালক

Last Updated:
#চেন্নাই: ক্রেন ভেঙে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তিন সহ-পরিচালকের ৷ বুধবার রাত সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের EVP ফিল্ম সিটির পরিচালক কমল হাসানের শ্যুটিং ফ্লোরে ৷ সে সময় বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি ‘ইন্ডিয়ান ২’-র শ্যুটিং চলছিল বলে খবর ৷
ছবিটির পরিচালনা করছিলেন শঙ্কর ৷ ১৯৯৬-এর ‘ইন্ডিয়ান’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছিল ৷ দুর্ঘটনার সময় ক্রেনের পাশেই কাজ করছিলেন পরিচালক শঙ্কর ৷ সূত্রের খবর, ১৫০ ফুট উঁচু ওই ক্রেনের ভিতরে লাইটের বক্সে ছিলেন একজন সহ-পরিচালক। আরও দু’জন ছিলেন ক্রেনের কাছেই। আচমকা তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্রেনটি ৷ ঘটনাস্থলেই মারা যান একজন পরিচালক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দু’জনের মৃত্যু হয় ৷ পরিচালক শঙ্করও গুরুতর আহত হন ৷ আহত হয়েছেন আরও ৯ জন ৷ তাঁদের হাসপাতেল নিয়ে যাওয়া হয়েছে ৷
advertisement
advertisement
সে সময় পাশের ফ্লোরেই কাজ করছিলেন কমল হাসান ৷ মর্মান্তিক এই দুর্ঘটনার পর তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘যে কোনও দুর্ঘটনাই ভীষণ রূঢ় ৷ আমাদের তিন সহকর্মীকে আমরা হারিয়েছি ৷ তবে আমার থেকেও বেশি কষ্ট পাচ্ছে তাঁদের পরিবার ৷ ওঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা ও সমবেদনা জানাই ৷’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কমল হাসানের শ্যুটিং সেটে মারাত্মক দুর্ঘটনা, ক্রেন ভেঙে মৃত তিন সহ-পরিচালক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement