Suchitra Sen: উত্তমের পর সুচিত্রা সেন! জন্মদিনে শহরে ফিরছেন 'মহানায়িকা', কীভাবে? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
Suchitra Sen: জন্মদিনে শহরে ফিরছেন সুচিত্রা সেন ,খুশি মুনমুন সেন। সব মিলিয়ে একঘর ভরা শুধুই সুচিত্রার স্মৃতি।
কলকাতা: জন্মদিনে শহরে ফিরছেন সুচিত্রা সেন ,খুশি মুনমুন সেন। তিনি মহানায়িকা। তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন। পর্দা এবং তার বাইরের জগৎ তিনি দক্ষতার সাথে সামলে ছিলেন। ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন। বিপরীতে উত্তম কুমারই হোন বা সঞ্জীব কুমার, অশোক কুমার হোন বা দেব আনন্দ বা দিলীপ কুমার, তিনি নিপুণ দক্ষতায় তাঁর চরিত্র গুলোকে আরও বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন।
অসামান্য ব্যক্তিত্ব, ফিরিয়েছিলেন সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী এর অফার। নিজের নীতিতে কোনও আপস না করে কাজ করে গেছেন, নিজের ইচ্ছাতেই আড়ালে চলে যান। আমৃত্যু বাইরের আর কারোর সামনে আসেননি এহেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। ৬ এপ্রিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষে শহর কলকাতার আই.সি.সি.আর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী ( ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৪ )। “সুচিত্রা”।
advertisement
advertisement
এক ঘর ভরা সুচিত্রা সেনের অভিনীত ছবির অরিজিনাল পোস্টার, আয়োজক কলকাতার পোস্টার বয় হিসেবে পরিচিত বিশিষ্ট ভিনটেজ ফিল্ম পোস্টার ও ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর সুদীপ্ত চন্দ। উদ্বোধন করবেন শিল্পী কন্যা তথা বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন । উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট জনেরা। শুধুই কি পোস্টার? না, তার পাশাপাশি থাকছে ছবির বুকলেট, গানের বই, জীবনে একবারই গান রেকর্ড করেছিলেন থাকবে সেই রেকর্ডটি, এছাড়াও বিজ্ঞাপন, ম্যাগাজিন কভার, ফিল্ম স্টিলস্। সব মিলিয়ে একঘর ভরা শুধুই সুচিত্রার স্মৃতি।
advertisement
প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লি নিবাসী বিশিষ্ট ইলাস্ট্রেটর সিদ ঘোষ। সুদীপ্ত চন্দ দীর্ঘ দিন ধরে ছবির পোস্টার সংগ্রহ করে চলেছেন। তিনি বলেন, ” আমি তখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়ি। তখন পূর্ণ সিনেমায় অমিতাভের দ্যা গ্রেট গ্যাম্বলার ছবির পোস্টার দেখে আকৃষ্ট হই। সেটাই ছিল আমার প্রথম সংগ্রহ। সেই থেকেই পুরনো দিনের হাতে আঁকা ডিজাইনের পোস্টার সংগ্রহ শুরু। এগুলোর যথাযত সংরক্ষণ হওয়া প্রয়োজন। সুচিত্রা সেনকে নিয়ে এমন কাজ আশা করি সবার ভাল লাগবে।” সুরজিৎ কালার উদ্যোগে প্রকাশ পাবে সুচিত্রা সেন অভিনীত ছবির পোস্টার সম্বলিত বাংলা নববর্ষের ক্যালেন্ডার। সুদীপ্ত চন্দের সংগ্রহ থেকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2024 9:02 PM IST