রামায়ণের সেই সীতাকে এখন কেমন দেখতে ?
Last Updated:
#মুম্বই: দীপিকা চিখালিয়া। রামানন্দ সাগরের রামায়ণে সীতার ভূমিকায় দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। দূরদর্শনের পর্দায় দীপিকা চিখালিয়া ছিলেন বেশ পরিচিত মুখ। ভারতের প্রথম মাইথোলজিকাল ধারাবাহিকের প্রধান চরিত্রগুলোর মধ্যে অন্যতম একটিতেই দীপিকার অভিনয় মন কেড়েছিল সবার ৷ গোটা ভারতেই দীপিকার অভিনয় সারা জাগিয়েছিল। রামায়ণের মত ধারাবাহিকে এত সফল হওয়ার পরেও ভারতীয় টেলি সিরিয়ালে আর তাঁকে বিশেষ নজর কারতে দেখা যায়নি। সীতা কি তবে 'বনবাসী' হয়েই থেকে গেলেন?
না, বরং গৃহস্থ জীবনে মন দিয়েছেন তিনি। হেমন্ত টোপিওয়ালার সঙ্গে বিয়ে। এখন দুই কন্যা নিধি এবং জুহির মা 'রামায়ণের সীতা' দীপিকা। রামায়ণের পর 'শুন মেরি লীলা' ছবিতে বলিউড ব্রেক পান দীপিকা।
advertisement
advertisement
রাজেশ খান্নার মত কিংবদন্তি অভিনেতার সঙ্গেও তিনটি হিন্দি ছবিতে কাজ করেছেন, মাঝে কিছু আঞ্চলিক ছবিও করেছেন, তবে তাঁর কোনওটি 'সীতার মত' হিট হয়নি। অন্যদিকে, রামানন্দ সাগরের রামায়ণের পর বহুবার টেলিভিশনে বিভিন্ন পরিচালক ও প্রযোজকের হাত ধরে ফিরে এসেছে ৷ তবে রামানন্দ সাগরের রামায়ণের মতো ম্যাজিক দেখা যায়নি ৷
advertisement
advertisement
একই সঙ্গে ধীরে ধীরে ফিকে হয়েছে ‘সীতা’র ম্যাজিক ৷ তবে সামনেই মুক্তি পেতে চলেছে দীপিকা চিখালিয়া অভিনীত গুজরাতি ভাষার ছবি ‘নটসম্রাট’৷ আর সেই দরুন আবার প্রচারে এসেছেন দীপিকা ৷ তবে স্বাভাবিকভাবেই তাঁর চেহারায় বয়সের ছাপ পড়েছে ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2018 3:12 PM IST