Shastry Viruddh Shastry: মিমির স্বামীর চরিত্রে নারাজ দুই বলি তারকা! পোস্ত-র হিন্দিতে ‘না’ কোন দুই নায়কের, চমকে যাবেন নাম শুনে

Last Updated:

Shastry Viruddh Shastry: নন্দিতা এবং শিবপ্রসাদ নাকি মিমির স্বামীর (পোস্ততে যিশু সেনগুপ্ত য়ে চরিত্রে অভিনয় করেছিলেন) ভূমিকায় এই দুই বলি তারকাকেই পছন্দ করেছিলেন। কিন্তু দু’জনেই না করে দেন।

মিমির স্বামীর চরিত্রে নারাজ দুই বলি তারকা! পোস্ত-র হিন্দিতে ‘না’ কোন দুই নায়কের
মিমির স্বামীর চরিত্রে নারাজ দুই বলি তারকা! পোস্ত-র হিন্দিতে ‘না’ কোন দুই নায়কের
মুম্বই: সদ্যই (গত ৩ নভেম্বর) মুক্তি পেয়েছে ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘পোস্ত’ ছবির হিন্দি সংস্করণের হাত দিয়েই বলিউডে পা মিমি চক্রবর্তীর। পরেশ রাওয়াল, নীনা কুলকার্নির সঙ্গে প্রথমবার অভিনয় তাঁর।
‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র দৃশ্য় ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’র দৃশ্য়
জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শাহিদ কাপুর এবং আয়ুষ্মান খুরানাকে এই ছবিতে বাবার চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা প্রত্যাখ্যাত করে দেন বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।
advertisement
advertisement
নন্দিতা এবং শিবপ্রসাদ নাকি মিমির স্বামীর (পোস্ততে যিশু সেনগুপ্ত য়ে চরিত্রে অভিনয় করেছিলেন) ভূমিকায় এই দুই বলি তারকাকেই পছন্দ করেছিলেন। কিন্তু দু’জনেই না করে দেন। শোনা গিয়েছে, ৭ বছরের শিশুর (কবীর পাহওয়া য়ে চরিত্রে অভিনয় করেছে) বাবার চরিত্রে অভিনয় করতে চাননি কেউই।
শেষমেশ অভিনেতা শিব পণ্ডিত এই চরিত্রে অভিনয় করেন। পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, মিমি চক্রবর্তী, শিব পণ্ডিত এবং খুদে শিল্পী কবীর পাহওয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অম্রুতা সুভাষ, কেকে রায়না, মনোজ যোশী প্রমুখ। উইন্ডোজ প্রোডাকশন হাউস ছাড়াও রঘুবেন্দ্র সিং এবং অনু সিং চৌধরি এই ছবি প্রযোজনা করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shastry Viruddh Shastry: মিমির স্বামীর চরিত্রে নারাজ দুই বলি তারকা! পোস্ত-র হিন্দিতে ‘না’ কোন দুই নায়কের, চমকে যাবেন নাম শুনে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement