কোয়ারেন্টিনে গৃহপ্রবেশ থেকে বিয়ের অদেখা ছবি, প্রিয়াঙ্কার আত্মজীবনীর এই ৪ পৃষ্ঠা চমকে দেবে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
বিতর্কের উপাদান যতটা না রয়েছে নায়িকার এই আত্মজীবনীর পাতায়, তার চেয়ে ঢের বেশি করে রয়েছে অজানা, অদেখা মুহূর্তের চমক! সম্প্রতি বইয়ের চারটি পৃষ্ঠা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
#নিউইয়র্ক: করণ জোহরের (Karan Johar) দোস্তানা (Dostana) ছবির একটা গানের সূত্রে সে-ই যে গায়ে দেশি গার্ল (Desi Girl) তকমাটা লেগে গেল, তা আর পিছু ছাড়ল না প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas)। কিন্তু আদপে কি তাঁকে এই দেশের মেয়ে বলা যায়?
নায়িকার সম্প্রতি প্রকাশিত আত্মজীবনী আনফিনিশড (Unfinished) এই প্রশ্নের মুখোমুখি আমাদের দাঁড় করাবেই! এই বইয়ের পাতা উল্টে গেলে পাঠক দেখতে পাবেন যে খুব ছোটবেলা থেকেই প্রিয়াঙ্কার জীবন ঘুরেছে আন্তর্জাতিক বৃত্তে। আমেরিকার বোর্ডিং স্কুলে পড়তে চলে যাওয়া, মধ্যপ্রাচ্যের আত্মীয়দের সঙ্গে থাকা, দেশে ফেরা, আবার বিদেশে কেরিয়ার, শেষ পর্যন্ত ওখানেই বিয়ে করে থিতু হয়ে যাওয়া- এই সব কিছুর মধ্যে জামশেদপুরে জন্ম নেওয়ার ঘটনাটা বেশ বিক্ষিপ্ত! সে যত-ই তিনি জন্মসূত্রে ভারতীয় হন না কেন!
advertisement
📸|| Some pics of Nick and Priyanka from her new book! pic.twitter.com/QzukPkW1MC
— Daily Nick Jonas (@DailyNickJonas) February 8, 2021
advertisement
তবে, সত্যি বলতে কী, বিতর্কের উপাদান যতটা না রয়েছে নায়িকার এই আত্মজীবনীর পাতায়, তার চেয়ে ঢের বেশি করে রয়েছে অজানা, অদেখা মুহূর্তের চমক! সম্প্রতি বইয়ের চারটি পৃষ্ঠা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যার একটায় দেখা যাচ্ছে যে বিয়ের পরে ওড়নায় মাথা ঢেকে মঙ্গল কলস নিয়ে লস অ্যাঞ্জেলসের ফ্ল্যাটের গৃহপ্রবেশ অনুষ্ঠান উদযাপন করছেন প্রিয়াঙ্কা। পিছনে কালো মাস্কে মুখ ঢেকে, হাতে পুজোর জিনিসে ভরা থালা নিয়ে হেঁটে আসছেন স্বামী নিক জোনাস (Nick Jonas)। নায়িকা লিখেছেন, যখন কোয়ারান্টিনে সবার বাড়িতে থাকার পালা, তখনই তাঁরা গৃহপ্রবেশ করলেন!
advertisement
এছাড়া বাকি ভাইরাল হওয়া তিন পৃষ্ঠায় দেখা যাচ্ছে বাগদানের পরে নিক আর প্রিয়াঙ্কার ক্রিট দ্বীপে ঘুরতে যাওয়ার একটি মুহূর্ত, বিয়ের প্রীতিভোজে দম্পতির উদ্দাম নাচের এক ঝলক আর পোষ্যদের সঙ্গে তাঁদেরসুখী গৃহকোণ!
তবে, যা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, নায়িকার সেই প্রেমজীবনের ইতিহাসও ধরা দিয়েছে বইয়ের পাতায়! তার পরিপ্রেক্ষিতে স্বামীর প্রতিক্রিয়া?
Leave it to @nickjonas to get straight to the good stuff 😂 #Unfinished pic.twitter.com/Mr9Nu3yWYT
— PRIYANKA (@priyankachopra) February 11, 2021
advertisement
গোপনীয়তার ধার প্রিয়াঙ্কা কোও দিনই ধারেন না! তাই এই বিষয়টিও হাট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে নিকের বক্তব্য- তাঁরা যত-ই এই নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করুন না কেন, এবার ছাপার অক্ষরে স্ত্রীর অতীত প্রেমপর্ব এবং প্রাক্তনদের কথা পড়ে বেশ মজা পেয়েছেন তিনি!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2021 9:24 PM IST