সুশান্ত সিং রাজপুতের টিশার্টে লেখা সূত্র! জোরদার চর্চা, সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
প্রবেশিকা পরীক্ষায় সারা ভারতে সপ্তম স্থান অধিকার করেছিলেন তিনি
#মু্ম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷ বিপুল সংখ্যক সুশান্তের ভক্ত কোনও মতেই মেনে নিতে পারছেন না তাঁদের প্রিয় অভিনেতার মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুত একজন ইন্ট্রোভার্ট, কম কথা বলতেন একই সঙ্গে পোশাক পরিচ্ছদ সংক্রান্ত বিষয়ে অনেক মানুষের কৌতুহল ছিল সাধারণ মানুষের, যা দেখার মত ৷ তাঁর টিশার্টে নানান ধরনের লেখালিখি লক্ষ্য করা যেত ৷ সেই নিয়ে সব সময়েই সোশ্যাল মিডিয়ায় চর্চা চলত ৷
Looking back at the life and interviews of @itsSSR. i feel that he was quite similar to the protagonist of the Fountainhead novel @aynrand - howard roark.He was a total science/physics nerd.. have a look at his tshirt. what is the rate of change of acceleration? :) #RIPSushant pic.twitter.com/D4Gld7u2FJ
— Mayank Joshi (@ade0eb042418424) June 18, 2020
advertisement
advertisement
সুশান্ত সিং রাজপুতের একটি বাদামি রঙের টিশার্টে লেখা দেখতে পাওয়া গিয়েছে 'Don't be a d3s/dt3.' এটি পদার্থ বিদ্যার একটি সূত্র ৷ এর অর্থ জার্ক বা ঝটকা ৷ টিশার্টে লেখা 'Don't be a Jerk' এই শব্দ নিয়েই নানান চর্চা, তর্ক, বিতর্ক বা বিদ্রুপে সোশ্যাল মিডিয়া সরগরম ৷ সবাই মানেন সুশান্ত সিং রাজপুতের অসাধারণ আইকিউ এক উদাহরণ সরূপ ৷ বলিউডের স্টার কিডসদের থেকে সুশান্তের আই কিউ অনেক বেশি ৷ পদার্থ বিদ্যার প্রতি সুশান্তের অত্যন্ত আকর্ষণ ছিল ৷
advertisement
Here's the Sushant Singh Rajput wearing a t shirt saying don't be a d^3s/dt^3. @itSSR pic.twitter.com/HfRO7QV14o
— C9_I3ughA (@C9_I3ughA) June 19, 2020
এছাড়াও অঙ্ক ও বিজ্ঞানের প্রতিও তাঁর বিশেষ জ্ঞান ছিল ৷ ২০০৩ সালে দিল্লির কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় সারা দেশে সপ্তম হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যা বর্তমানে দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে লেখাপড়া শুরু করেছেন ৷ তৃতীয় বর্ষে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন ৷
advertisement
This Shirt IQ is greater than combined IQ of whole bollywood starkids #SushantSingRajput was a genius.. #CBIEnquiryForSushant pic.twitter.com/qRRL105ePf
— Ashu 🇮🇳 (@akki_army) June 20, 2020
পদার্থ বিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়ার্ডও ছিলেন ৷ মহাকাশ বিদ্যায় বিশেষ পারদর্শিতা ছিল তাঁর ৷ অ্যাস্ট্রোনটস হতে চেয়েছিলেন কিন্তু বিধাতা অন্য কিছুই লিখে রেখেছিলেন সুশান্তের জন্য ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 20, 2020 11:11 PM IST

