#কলকাতা: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের এক সুপারহিট নাম তাপস পাল ৷ তিনি একের পর সু্পারহিট গানে ভরিয়ে তুলেছিলেন তাঁর অগণিত ভক্তদের ৷ তিনি যে এইভাবে চলে যাবে তাঁর কল্পনাও করতে পারেন নি তাঁর ভক্তরা ৷ অঞ্জন চৌধুরীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ৷ সেই সমস্ত সুপারহিট ছবি ও গান চিরকালই মনে রাখবেন দর্শকেরা ৷
গুরুদক্ষিণা ছবির সুপারহিট গান এ আমার গুরুদক্ষিণা তাপস পালকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল ৷
মঙ্গলদীপ ছবির আমি দীপ তুমি মঙ্গল গানটিতে আরও এক তাপসকে খুঁজে পেয়েছে দর্শকেরা ৷
সুরের আকাশে ছবির গান আমি কথা দিলাম ৷ তুমি আমি যুগে যুগে থাকব সাথে ৷
মেজ বউ ছবির গান আজকে রাতে এসো শপথ করি ৷
নয়নমণি ছবির গান, তুমি আমার নয়ন গো ৷ বাপি লাহিড়ার সুরে সুপারহিট গানে অন্য এক তাপস পালকে পাওয়া গিয়েছে ৷
তুফান ছবির কাজল করে রাখবো তোমায় রাখব আমার মনের কোণে ৷
আর কত রাত একা থাকব আশা ভোঁসলের কন্ঠে চোখের আলোয় ছবির গানটি বেশ প্রিয় হয়েছিল সকলের ৷
বারেবারে যেন তাপস পাল বাঙালির কাছে এক অন্য আবেগে পরিণত হয়েছেন ৷ বিনোদন থেকে রাজনীতির ময়দানে পা ৷ আলিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে ২০০৯ সালে তাঁকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে পর পর ২ বার সেই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন ৷ এক দীর্ঘদিনের সিনেমা ও রাজনীতির জগতকে টাটা বাইবাই জানিয়ে চললেন ৷ তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন থেকে রাজনীতির জগতের মানুষেরা ৷