চলে গেলেন গুরুদক্ষিণার জয়ন্ত, তাপস পাল অভিনীত কয়েকটি সুপারহিট ছবির গান একনজরে

Last Updated:

বাংলা চলচ্চিত্রের এক অনবদ্য নাম তাপস পাল

#কলকাতা: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের এক সুপারহিট নাম তাপস পাল ৷ তিনি একের পর সু্পারহিট গানে ভরিয়ে তুলেছিলেন তাঁর অগণিত ভক্তদের ৷ তিনি যে এইভাবে চলে যাবে তাঁর কল্পনাও করতে পারেন নি তাঁর ভক্তরা ৷ অঞ্জন চৌধুরীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ৷ সেই সমস্ত সুপারহিট ছবি ও গান চিরকালই মনে রাখবেন দর্শকেরা ৷
গুরুদক্ষিণা ছবির সুপারহিট গান এ আমার গুরুদক্ষিণা তাপস পালকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল ৷
advertisement
মঙ্গলদীপ ছবির আমি দীপ তুমি মঙ্গল গানটিতে আরও এক তাপসকে খুঁজে পেয়েছে দর্শকেরা ৷
advertisement
সুরের আকাশে ছবির গান আমি কথা দিলাম ৷ তুমি আমি যুগে যুগে থাকব সাথে ৷
advertisement
মেজ বউ ছবির গান আজকে রাতে এসো শপথ করি ৷
নয়নমণি ছবির গান, তুমি আমার নয়ন গো ৷ বাপি লাহিড়ার সুরে সুপারহিট গানে অন্য এক তাপস পালকে পাওয়া গিয়েছে ৷
advertisement
তুফান ছবির কাজল করে রাখবো তোমায় রাখব আমার মনের কোণে ৷
advertisement
আর কত রাত একা থাকব আশা ভোঁসলের কন্ঠে চোখের আলোয় ছবির গানটি বেশ প্রিয় হয়েছিল সকলের ৷
বারেবারে যেন তাপস পাল বাঙালির কাছে এক অন্য আবেগে পরিণত হয়েছেন ৷ বিনোদন থেকে রাজনীতির ময়দানে পা ৷ আলিপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিট প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় গিয়েছিলেন ৷ পরবর্তী সময়ে ২০০৯ সালে তাঁকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে পর পর ২ বার সেই কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন ৷ এক দীর্ঘদিনের সিনেমা ও রাজনীতির জগতকে টাটা বাইবাই জানিয়ে চললেন ৷ তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন থেকে রাজনীতির জগতের মানুষেরা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
চলে গেলেন গুরুদক্ষিণার জয়ন্ত, তাপস পাল অভিনীত কয়েকটি সুপারহিট ছবির গান একনজরে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement