ট্যুইটারে রাবণের মেগা এন্ট্রি ? #RavanOnTwitter তুলকালাম সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
অন্যদিকে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রামের
#মুম্বই: করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন ৷ এই সময়েই প্রসার ভারতীর সিদ্ধান্তে ফের একবার দূরদর্শনের পর্দায় ফিরে এসেছে ৷ ফিরে সতে না আসতে ই সাধারণ মানুষের মনে ঝড় তুলেছে রামানন্দ সাগরের রামায়ণ ৷ রাম থেকে রাবণ প্রতিটি চরিত্রই যেন প্রতিটি মানুষের মনের কাছাকছি ও প্রাণের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এমনকী সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে ৷
बच्चों के कहने पर और आपके प्रेम के कारण मैं Twitter पर आया हूँ, यह मेरी Original ID है। आज 18 अप्रैल 2020 को जो भी इस #tweet को #RavanOnTwitter के साथ #retweet करेगा मैं निःसंकोच उन्हने #FOLLOW करूँगा। जय सियाराम ॐ नमः शिवाय
— Arvind Trivedi (@arvindtrivedi_) April 18, 2020
advertisement
advertisement
এরই মধ্যে সব থেকে বড় বিষয় রামায়ণে রাবণ চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী তিনি ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন তরপর থেকেই ট্রেন্ড করছে #RavanOnTwitter ৷ তবে এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি অরবিন্দ ত্রিবেদী ৷ যে তিনি আদৌ ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন কি না ? এই খবর প্রকাশিত হওয়র পর থেকে ট্যুইটর অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে লিখেছেন আপনাদের ভালবাসাই ফের তাঁকে সক্রিয় করেছে, তাই ট্যুইটারে অ্যাকাউন্ট খুললেন তিনি ৷
advertisement
এটি তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ৷ যে যে তাঁর ট্যুইটার #RavanOnTwitter ১৮ এপ্রিলের ট্যুইটকে রিট্যুইট করবেন তাঁকেই অরবিন্দ ত্রিবেদী ফলো করবেন বলেই জানা গিয়েছে ৷ জয় শ্রীরম, ওমঃ নম শিবায় লিখে এরপর থেকেই #RavanOnTwitter থেকে ট্যুইট করেছেন ৷ এর আগে রাম অর্থাৎ অরুণ গোভিল ট্যুইটারে এন্ট্রি নিয়েছিলেন ৷ যার সম্পর্কে অরুণ গোভিল জানিয়েছিলেন সেই অ্যাকাউন্ট টা তাঁর নয় ৷
advertisement
Ramayan...Ek Mahagaatha...ek Mahakaavya ! Let all of us take it from here, Lets live life Ramayan way... with Sankalp,Sanyyam & Maryada. To begin with, lets use these principles to win over COVID- 19
— Arun Govil (@arungovil12) April 19, 2020
তারপরে অবশ্য তিনি ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন ৷ সেই অ্যাকাউন্টকে রাম চরিত্রের সঙ্গে জোড়া হয়েছে তারপর থেকেই ভাইরাল হয়েছে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2020 9:07 PM IST