ট্যুইটারে রাবণের মেগা এন্ট্রি ? #RavanOnTwitter তুলকালাম সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

অন্যদিকে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রামের

#মুম্বই: করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন ৷ এই সময়েই প্রসার ভারতীর সিদ্ধান্তে ফের একবার দূরদর্শনের পর্দায় ফিরে এসেছে ৷ ফিরে সতে না আসতে ই সাধারণ মানুষের মনে ঝড় তুলেছে রামানন্দ সাগরের রামায়ণ ৷ রাম থেকে রাবণ প্রতিটি চরিত্রই যেন প্রতিটি মানুষের মনের কাছাকছি ও প্রাণের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷ এমনকী সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে ৷
advertisement
advertisement
এরই মধ্যে সব থেকে বড় বিষয় রামায়ণে রাবণ চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী তিনি ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন তরপর থেকেই ট্রেন্ড করছে #RavanOnTwitter ৷ তবে এখনও এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি অরবিন্দ ত্রিবেদী ৷ যে তিনি আদৌ ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন কি না ? এই খবর প্রকাশিত হওয়র পর থেকে ট্যুইটর অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়েছে দর্শকদের উদ্দেশ্যে লিখেছেন আপনাদের ভালবাসাই ফের তাঁকে সক্রিয় করেছে, তাই ট্যুইটারে অ্যাকাউন্ট খুললেন তিনি ৷
advertisement
এটি তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট ৷ যে যে তাঁর ট্যুইটার #RavanOnTwitter ১৮ এপ্রিলের ট্যুইটকে রিট্যুইট করবেন তাঁকেই অরবিন্দ ত্রিবেদী ফলো করবেন বলেই জানা গিয়েছে ৷ জয় শ্রীরম, ওমঃ নম শিবায় লিখে এরপর থেকেই #RavanOnTwitter থেকে ট্যুইট করেছেন ৷ এর আগে রাম অর্থাৎ অরুণ গোভিল ট্যুইটারে এন্ট্রি নিয়েছিলেন ৷ যার সম্পর্কে অরুণ গোভিল জানিয়েছিলেন সেই অ্যাকাউন্ট টা তাঁর নয় ৷
advertisement
তারপরে অবশ্য তিনি ট্যুইটারে অ্যাকাউন্ট খুলেছেন ৷ সেই অ্যাকাউন্টকে রাম চরিত্রের সঙ্গে জোড়া হয়েছে তারপর থেকেই ভাইরাল হয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ট্যুইটারে রাবণের মেগা এন্ট্রি ? #RavanOnTwitter তুলকালাম সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement