corona virus btn
corona virus btn
Loading

'কাঁহা আকে রুখনে থে রাস্তে' ফের জমাটি গানে সরগরম ফেসবুক, তুমুল গতিতে ভাইরাল

'কাঁহা আকে রুখনে থে রাস্তে' ফের জমাটি গানে সরগরম ফেসবুক, তুমুল গতিতে ভাইরাল
অর্পিতা দে ৷

মুখরিত সোশ্যাল মিডিয়া, দুর্দান্ত গানের ছন্দে পাগল হয়েছেন সবাই

  • Share this:

#কলকাতা: ফের একবার দুর্দান্ত গানে গর্জে উঠল সোশ্যাল মিডিয়া ৷ 'কাঁহা আকে রুখনে থে রাস্তে' এই গজলেই সুরের আকাশে ভাসতে শুরু করেছেন ৮ থেকে ৮০ সবাই ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক নতুন অনুভূতির যেন পাখনা মেলে ধরেছে ৷ কোথায় এসে পথ শেষ হওয়ার ছিল আর কোথায় শেষ হল জীবন ?

সম্প্রতি এমনই বেশ কিছু প্রতিভার উন্মোচন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও জমাটি গান বা দুরন্ত নাচ এই সব কিছুতেই যেন সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ অবদান রয়েছে ৷ একটি অলিখিত প্রতিভা উন্মোচনের বিশেষ মঞ্চও বলা যেতে পারে ৷

শুধু তাই নয় আমাদের জীবনের বিভিন্ন প্রান্তে নানান রকমের প্রতিভার বিচ্ছুরণ হয়ে থাকে সেই প্রতিভার ক্ষেত্রে সুন্দর ও কার্যকর প্ল্যাটফর্মও বলা যেতে পারে ৷

First published: September 25, 2019, 6:32 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर