#কলকাতা: শুরু হয়ে গিয়েছে ৭১তম কান ফিল্ম ফেস্টিভ্যাল৷ কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের উপস্থিতি আটকে নেই শুধু রেড কার্পেটের গ্ল্যামারেই৷ ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ভারতীয় ছবি৷ হিন্দি ভাষার ছবি ছাড়া বাংলা ছবি নগরকীর্তনের পাশাপাশি যেমন রয়েছে আরও কিছু প্রাদেশিক ছবি, তেমনই ভারতীয় প্যাভিলিয়নে লঞ্চ হতে চলেছে মনোজ বাজপায়ীর ভোঁসলে ও কিরিত খুরানা পরিচালিত ছবি টি ফর তাজমহল৷
আন সার্টেন রিগার্ড বিভাগে দেখানো হবে নন্দিতা দাস পরিচালিত সাদাত হুসেন মান্টোর বায়োপিক ‘মান্টো’৷ দেখানো হবে নম্রতা সিং গুজরাল পরিচালিত ছবি ফাইভ ওয়েডিংস৷ রয়েছে ইন্দো-ফরাসি প্রযোজনায় তৈরি পরিচালক কেন স্কট-এর ছবি দ্য এক্লট্রা অর্ডিনারি জার্নি অফ দ্য ফকির৷ এই ছবি দিয়েই আন্তজার্তিক চলচ্চিত্রে পা রেখেছেন অভিনেতা ধনুষ৷
আরও পড়ুন: প্রিয়াঙ্কার পোশাক নিয়ে বিপত্তি, শোরগোল ইন্টারনেট দুনিয়ায়
ডেবিউ পরিচালকদের ছবির তালিকায় রয়েছে তিলোত্তমা সোম অভিনীত পরিচালক রোহেনা গেরার ফিচার ফিল্ম স্যর৷ কান ফিল্ম ফেস্টিভ্যাল ক্রিটিক’স উইক-এ প্রতিযোগিতামূলক বিভাগে সাতটি ছবির মধ্যে স্থান পেয়েছে স্যর৷ এছাড়াও রয়েছে শেফ বিকাশ খন্না ডিরেক্টোরিয়াল ডেবিউ দ্য লাস্ট কালার এবং অন্তরা রাও-এর শর্ট ফিল্ম অস্থি৷
১১ মে ইন্ডিয়া ডে-তে প্রদর্শিত হবে বেশ কিছু ভারতীয় প্রাদেশিক ভাষার ছবি৷ তালিকায় রয়েছে অহমীয়া ছবি ভিলেজ রকস্টারস, মালায়লি ছবি ভয়ানকম, বাংলা ছবি নগরকীর্তন ও সিঞ্জর এবং লাক্ষাদীপের জাসারি ভাষার একটি ছবি৷
ইন্ডিয়া প্যাভিলিয়ন থেকে এদিনই লঞ্চ করা হবে পরিচালক কিরীত খুরানার ছবি টি ফর তাজমহল-এর ট্রেলর৷ লঞ্চ করা হবে মনোজ বাজপায়ীর ভোঁসলে ছবির পোস্টারও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cannes, Cannes Film Festival, Cannes Film Festival 2018