Janhvi Kapoor-Varun Dhawan: ঘনিষ্ঠ মুহূর্তে জাহ্নবীর কানে কামড় বসালেন বরুণ, ছবি মুক্তির আগেই 'অন্তরঙ্গ' দৃশ‍্য ফাঁস... 'অশালীন' আক্রমণ নেটিজেনদের

Last Updated:
অন্তরঙ্গ...
অন্তরঙ্গ...
মুম্বই: বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘বাওয়াল’ মুক্তি পাবে খুব শীঘ্রই। ট্রেলার লঞ্চের পর থেকেই সাড়া ফেলে দিয়েছ এই ছবি। একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে ‘বাওয়াল’। এই প্রথমবার বরুণ এবং জাহ্নবীকে জুটি হিসেবে পাবেন দর্শকরা। তবে তার আগেই শুরু বিতর্ক।
একটি ছবিতে জাহ্নবীকে পিছন থেকে আলিঙ্গন করে তাঁর কানে কামড় বসাতে দেখা গিয়েছে বরুণকে। তারপরেই শুরু হয়েছে আক্রমণ। কেউ বলেছেন অশালীন। কেউ বলেছেন বিয়ের পরে এমনটা করা মানায় না। কেউ বলেছেন বেনজির।
advertisement
advertisement
তবে এই ছবির জন্য় বরুণ মেহনতও কম করেননি। শ‍্যুটিংয়ের প্রথম এক মাস জাহ্নবীর সঙ্গে কথাই বলেননি বরুণ। বরুণ বলেন,‘‘প্রথম এক মাস আমি ইচ্ছে করেই ওর সঙ্গে কথা বলিনি। সেটে বাকি সবার সঙ্গেই বলেছি, শুধু জাহ্নবী ছাড়া। কারণ আমার মনে হয়েছিল এটা আমাদের পর্দায় ওই ধরনের দৃশ‍্যগুলো ফুটিয়ে তুলতে সাহায‍্য করবে।’’ কথা না বলার এই সিদ্ধান্তে ছবির ডিরেক্টর নীতেশ তিওয়ারি পাশে ছিলেন। এই ছবিতে একেবারে অন‍্যরূপে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।
advertisement
মাস কয়েক আগেই মার্কিন সুপার মডেল জিজি হাদিদকে কোলে তুলে চুমু খেয়ে বিতর্কে জড়িয়েছিলেন বরুণ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেও সমালোচনার শিকার হয়েছিলেন বরুণ।
এই ঘটনার পর বরুণ ট্যুইটারে নেটিজেনদের তোপ দেগে জানান, গোটা ঘটনাটিই ছিল পরিকল্পনামাফিক। অন্যদিকে জিজি ইনস্টাগ্রামে সেই ভিডিওর স্টোরি দিয়েছি লিখেছিলেন, ‘বরুণ আমার বলিউডের স্বপ্ন সত্যি করল।’ সেই স্টোরিটি বরুণও শেয়ার করেছিলেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Janhvi Kapoor-Varun Dhawan: ঘনিষ্ঠ মুহূর্তে জাহ্নবীর কানে কামড় বসালেন বরুণ, ছবি মুক্তির আগেই 'অন্তরঙ্গ' দৃশ‍্য ফাঁস... 'অশালীন' আক্রমণ নেটিজেনদের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement