Popular Actor Death: মুহূর্তে সব শেষ...! মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিখ্যাত এই অভিনেতা, শোকে কাতর বিনোদন দুনিয়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Popular Actor Death: প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন আপ্রিয়া৷ 'দ্য গডফাদার পার্ট ২'-এ একজন তরুণ সালভাতোর 'সাল' টেসিও চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত জন আপ্রিয়া৷
কলকাতা: বিনোদন জগতের সময়টা ভীষণই খারাপ৷ একের পর এক দুঃসংবাদ৷ বছরের শুরু থেকেই ছেড়ে চলে যাচ্ছেন প্রিয় তারকারা৷ প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা জন আপ্রিয়া৷ ‘দ্য গডফাদার পার্ট ২’-এ একজন তরুণ সালভাতোর ‘সাল’ টেসিও চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত জন আপ্রিয়া৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৩ বছর৷
সূত্র থেকে জানা গেছে, ৫ অগাস্ট প্রয়াত হন অভিনেতা৷ তার ম্যানেজার উইল লেভিন ফক্স সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ লেভিন বলেন, ‘মিস্টার আপ্রিয়ার মৃত্যুতে আমি খুবই দুঃখিত। তিনি একজন অবিশ্বাস্য প্রতিভাবান অভিনেতা ছিলেন এবং তার বন্ধুরা তাকে পছন্দ করতেন। আমার পরিচিত সবচেয়ে সেরা ছেলেদের একজন।’
advertisement
advertisement
১৯৪১ সালে, আপ্রিয়া নিউ জার্সির এঙ্গেলউডে ইতালীয় অভিবাসীদের কাছে জন্মগ্রহণ করেন । ১৯৬৮ সালে স্টিভ ম্যাককুইন ক্লাসিক সান ফ্রান্সিসকো কপ ড্রামা, বুলিটে আত্মপ্রকাশ করেন। আপ্রিয়া পরে দ্য গডফাদার পার্ট ২-এ তরুণ টেসিওর চরিত্রে অভিনয় করেন। যা তাকে পরিচিত দিয়েছে৷
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
advertisement
আপ্রিয়া তার কেরিয়ার জুড়ে বিভিন্ন ক্রাইম সাগাসের পাশাপাশি সোপ অপেরা নাটকে অভিনয় করেছেন। বেশ কয়েক বছর ধরে, তিনি আলেকজান্ডার নিকোস এবং লুকাস কাস্তিগ্লিয়ানোর মতো কাজ করেছেন । তিনি পারিবারিক সিটকম ফুল হাউসে জন স্ট্যামোসের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। সিরিয়ালটি কয়েক বছর পরে ফুলার হাউসের জন্য নেটফ্লিক্স রিবুট করার জন্য নেওয়া হয়েছিল, এবং আপ্রিয়া তার ভূমিকা পুনরায় চালু করেছিলেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 5:12 PM IST

