Miss World Death: ঘুমের মধ্যেই মুহূর্তে সব শেষ...! প্রয়াত হলেন প্রথম 'মিস ওয়ার্ল্ড', শোকের ছায়া

Last Updated:

Miss World Death: ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। ১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল তাঁর মাথায়।

প্রয়াত হলেন প্রথম 'মিস ওয়ার্ল্ড',  শোকের ছায়া
প্রয়াত হলেন প্রথম 'মিস ওয়ার্ল্ড', শোকের ছায়া
বিনোজন জগতে ফের দুঃসংবাদ। একে একে তারকারা সকলেই ছেড়ে চলে যাচ্ছেন। প্রয়াত হলেন প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। ১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল তাঁর মাথায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷
ক্যালিফোর্নিয়ার বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস তাগ করেন কিকি হাকানসন। তাঁর পরিবার প্রথম তাঁর মৃত্যুর খবর শেয়ার করেছেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷ তাঁর চলে যাওয়ার খবরটি মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণা করা হয়েছে৷
advertisement
advertisement
কিকি হাকানসন-এর জন্ম সুইডেনে৷ পাঁচের দশকে মুহূর্তে সাড়া ফেলে দিয়েছিলেন কিকি৷ এই প্রতিযোগিতায় বিতর্কের সৃষ্টি করেছিস কিকি৷ সৌন্দর্য প্রতিযোগিতায় মঞ্চে বিকিনি পড়ে ঝড় তুলেছিলেম৷ তারপরই পোশাক বিতর্কে পোপের তোপের মুখে পড়তে হয় তাকে৷ একাধিক হুমকির মুখেও পড়তে হয়েছিল তাকে৷ সৌন্দর্য প্রতিযোগিতায় কিকির বিশ্বজয় আইকনিক হয়ে রয়েছে ইতিহাসের পাতায়৷
advertisement
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে কিকির মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে৷ কিকির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে- কিকির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই৷ কিকির আত্মার শান্তি কামনা করি৷ সকলেই তাঁদের পাশে আছি৷ বিশ্বসুন্দরীর প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss World Death: ঘুমের মধ্যেই মুহূর্তে সব শেষ...! প্রয়াত হলেন প্রথম 'মিস ওয়ার্ল্ড', শোকের ছায়া
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement