Miss World Death: ঘুমের মধ্যেই মুহূর্তে সব শেষ...! প্রয়াত হলেন প্রথম 'মিস ওয়ার্ল্ড', শোকের ছায়া
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Miss World Death: ফের দুঃসংবাদ। প্রয়াত হলেন প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। ১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল তাঁর মাথায়।
বিনোজন জগতে ফের দুঃসংবাদ। একে একে তারকারা সকলেই ছেড়ে চলে যাচ্ছেন। প্রয়াত হলেন প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। ১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল তাঁর মাথায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷
ক্যালিফোর্নিয়ার বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস তাগ করেন কিকি হাকানসন। তাঁর পরিবার প্রথম তাঁর মৃত্যুর খবর শেয়ার করেছেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷ তাঁর চলে যাওয়ার খবরটি মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণা করা হয়েছে৷
advertisement
advertisement
কিকি হাকানসন-এর জন্ম সুইডেনে৷ পাঁচের দশকে মুহূর্তে সাড়া ফেলে দিয়েছিলেন কিকি৷ এই প্রতিযোগিতায় বিতর্কের সৃষ্টি করেছিস কিকি৷ সৌন্দর্য প্রতিযোগিতায় মঞ্চে বিকিনি পড়ে ঝড় তুলেছিলেম৷ তারপরই পোশাক বিতর্কে পোপের তোপের মুখে পড়তে হয় তাকে৷ একাধিক হুমকির মুখেও পড়তে হয়েছিল তাকে৷ সৌন্দর্য প্রতিযোগিতায় কিকির বিশ্বজয় আইকনিক হয়ে রয়েছে ইতিহাসের পাতায়৷
advertisement
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে কিকির মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে৷ কিকির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে- কিকির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই৷ কিকির আত্মার শান্তি কামনা করি৷ সকলেই তাঁদের পাশে আছি৷ বিশ্বসুন্দরীর প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2024 11:22 AM IST