corona virus btn
corona virus btn
Loading

কুমার শানুর গানে গোবিন্দর দুর্দান্ত নাচের ভিডিওতে জমাটি নেচে ভাইরাল যুগল

কুমার শানুর গানে গোবিন্দর দুর্দান্ত নাচের ভিডিওতে জমাটি নেচে ভাইরাল যুগল

অন্যতম সুপারহিট গানে আলোড়ন তুলেছেন ফেসবুকে

  • Share this:

#মুম্বই: সুপার-ডুপারহিট গানের সঙ্গে রীতিমত সাড়া ফেলেছেন এক পুরুষ ও নারী ৷ কুমার শানুর দুর্দান্ত গানে ভরপুর ছবির নাম আখেঁ ১৯৯২, গানটি শ্যুট করা হয়েছে গোবিন্দ ও শিল্পা শিরোদকরের উপরে ৷ গানটি সেই সময়ে বিশেষ সাড়া ফেলেছে ৷ গানের নাম অঙ্গনা মে বাবা ৷ গানটি ভোজপুরী ভাষাতেই গাওয়া হয়েছিল ৷

এই ছবিতে চাঙ্কি পান্ডে, রাগেশ্বরীও অভিনয় করেছেন ৷ সব মিলিয়ে গোবিন্দর দুর্দান্ত অভিনয়, নাচ ও গান ভক্তদের মনে এক বিশাল প্রভাব ফেলেছে ৷ রীতিমত দুর্দান্ত গানের স্বরে গর্জে উঠেছে সোশ্যাল মিডিয়া ৷ এক পুরুষ ও নারীর দুর্দান্ত নাচে ফেসবুকে ভিডিওটি ব্যাপক প্রভাব বিস্তার করেছে ৷

শুধুই নাচ নয় ৷ জোরদার নাচে রীতিমত কেঁপেছে সোশ্যাল মিডিয়া ৷ গানের সঙ্গে সঙ্গে কোমর দুলিয়ে নাচের ভিডিওটি এক অন্য মাত্রা বহন করেছে ৷ এক বিশেষ মুহূর্ত বিশেষ অনুভূতির সৃষ্টি করেছে ৷

First published: October 11, 2019, 11:04 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर