Manosi Sengupta on Debolinaa Nandy: দেবলীনা কাণ্ডে এবার মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত! ফেসবুক লাইভে বড় বার্তা অভিনেত্রীর
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
এবার দেবলীনা নন্দীর বিষয় নিয়ে তিনি মুখ খুললেন৷ মানসী শুরুতেই বলেছেন যে তিনি দেবলীনা বা তাঁর পরিবারের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না৷ কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে, তাতে তিনি বিরক্ত৷
কলকাতা: বাংলা সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা চলছে শুধুমাত্র গায়িকা দেবলীনা নন্দীকে নিয়ে৷ তিনি কতগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁর স্বামী কেমন মানুষ? কেন তাঁর মায়ের সঙ্গে কথা বলতে না করা হয়েছিল দেবলীনাকে? কতটা কষ্ট থেকে দেবলীনা এমন চরম পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছিলেন৷ এসব জানার জন্য মানুষের কৌতূহল যেন থামছেই না। নানা ধরনের কনন্টেন তৈরি হচ্ছে৷ দেবলীনা এই ধরনের পদক্ষেপ এবং তারপর তাঁর আত্মীয়-বন্ধুদের আচরণের পক্ষে এবং বিপক্ষে যুক্তি এবং পাল্টা যুক্তি উঠে আসছে৷ এবার এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত৷
বাংলা সিরিয়ালের অতি জনপ্রিয় মুখ মানসী৷ সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়৷ ভিডিও থেকে ছবি, প্রায়ই পোস্ট করেন তিনি৷ নানা বিষয়ে লাইভে তাঁকে পান নেটিজেনরা৷ এবার দেবলীনা নন্দীর বিষয় নিয়ে তিনি মুখ খুললেন৷ মানসী শুরুতেই বলেছেন যে তিনি দেবলীনা বা তাঁর পরিবারের কাউকেই ব্যক্তিগতভাবে চেনেন না৷ কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে, তাতে তিনি বিরক্ত৷
advertisement
advertisement
মানসী বলছেন যে দেবলীনার সঙ্গে যা যা ঘটছে এবং সেটা যেভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে, তা খুবই আপত্তিকর৷ কারণ এর থেকে ভুল বার্তা ছড়িয়ে পড়ছে বলে মনে করেন মানসী৷ তিনি বলছেন যে একজন মানুষ যদি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাঁর চিকিৎসার প্রয়োজন৷ তাঁর বন্ধুরা তাঁকে নির্দিষ্ট চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে তাঁকে সুস্থ করে তুলুন৷ কিন্তু তাঁরা হাসপাতালে গিয়ে ফেসবুক লাইভ করছেন, ভিডিও তৈরি করছেন, যা শুধুমাত্র কনটেন্ট হিসেবে বিক্রি করে টাকা রোজগার করা হচ্ছে৷ যা তাঁর মতে অনৈতিক৷ এতেই তিনি ক্ষুব্ধ৷
advertisement
অভিনেত্রীর মতে, কেউ মানসিকভাবে অসুস্থ হলে তাঁর প্রয়োজন কাউন্সেলিং, আইনি সহায়তা বা পরিবারের পাশে থাকা। কিন্তু এসব কিছুই করা হচ্ছে না৷ তিনি মনে করেন একজন অভিনেতা বা ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজের প্রতি কিছু দায়িত্ব রয়েছে৷ সেসব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যা ঘটছে তা মেনে নিতে পারছেন না মানসী সেনগুপ্ত৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2026 6:26 PM IST









