Tiyasha Lepcha Viral Video: মধ্যরাতে বিছানায় চলছে কেক কাটিং, 'সুপারহট' তিয়াসার সঙ্গী কে জানেন? ভাইরাল ভিডিও
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Tiyasha Lepcha Viral Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একগুচ্ছ অদেখা ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিয়াশা৷
কলকাতা: কৃষ্ণকলি হিসেবে সকলের মন জয় করে নিয়েছেন টেলি অভিনেত্রী তিয়াসা লেপচা৷ সকলের কাছেও তিনি এখনও কৃষ্ণকলি রয়ে গেছেন৷ গত ১৬ অগাস্ট ২৪-এ পা রেখেছেন তিয়াসা৷ মঙ্গলবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন৷ পরিবারের সঙ্গে কাটানোর পাশাপাশি সহকর্মী এবং নিজের জীবনের প্রিয় মানুষের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছেন নায়িকা৷ উপহারে ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীর নতুন প্রেমিক৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের একগুচ্ছ অদেখা ছবি ও ভিডিও শেয়ার করেছেন তিয়াশা৷ কাছের মানুষদের নিয়ে তিয়াশার এই জন্মদিন সেলিব্রেশন সকলের মনে ধরেছে৷ সাদা অফ শোল্ডার শর্ট ড্রেস পরে দুধ সাদা বিছানায় উপর বসে কেক কাটছেন তিয়াসা৷ এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন,আরও একটা কেক কাটিং৷ ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-মাত্র ৭ দিন সকালে খালি পেটে চুমুক দিন এই পানীয়তে, হু হু করে গলবে পেটের চর্বি, কমবে ব্লাড সুগার
তিয়াসার জন্মদিনের ভিডিওতে দেখা গেছে, হ্যাপি বার্থডে লেখা বেলুন দিয়ে সাজানো ঘর, তার মাঝখানেই বসে কেক কাটছেন তিয়াসা৷ ভিডিওতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ ২৪-এর জন্মদিনেই নিজের প্রেমের কথা প্রথমবার প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী৷ নতুন প্রেমিকের সঙ্গে কেমন কাটল জন্মদিন সেই প্রসঙ্গে অভিনেত্রী সটান জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকেই সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে আমার জন্মদিন পালন করেছে ও। আমার বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলেছে। অনেক উপহার দিয়েছে আমায়। জন্মদিন উপলক্ষ্যে প্রথম যে পোশাকটা পড়ে ছবি দিয়েছি, সেটাও ওরই দেওয়া। তবে এখনই নামটা প্রকাশ্যে আনতে চাইছেন না অভিনেত্রী৷
advertisement
advertisement
উল্লেখ্য, মাত্র ১৯ বছর বয়সেই অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিয়াসা৷ তারপরেই আসেন অভিনয়ের জগতে৷ গত বছরই সুবানের সঙ্গে বিচ্ছেদ হয় তিয়াশার৷ আপাতত পুরনো সব ভুলে নতুন জীবন নিয়ে বেজায় খুশি অভিনেত্রী৷ তবে তিয়াসার প্রাক্তন স্বামী সুবান এখনও সিঙ্গল বলে জানা গেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2023 7:59 PM IST