চাকরিতে বিরক্তি, ট্রাফিকে ক্লান্ত, ঘোড়া চড়ে শেষবারের মতো অফিস গেলেন বেঙ্গালুরুর আইটি কর্মী !
Last Updated:
সাতসকালে বেঙ্গালুরুর রিং রোড ধরে দৌঁড়চ্ছে একটি সাদা ঘোড়া ৷ ঘোড়ার পিঠে ফর্মাল পোশাকে, কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে বসে আছেন বছর আঠাশের এক যুবক !
#বেঙ্গালুরু: সাতসকালে বেঙ্গালুরুর রিং রোড ধরে দৌঁড়চ্ছে একটি সাদা ঘোড়া ৷ ঘোড়ার পিঠে ফর্মাল পোশাকে, কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে বসে আছেন বছর আঠাশের এক যুবক ! গোটা বেঙ্গালুরু তখন ট্রাফিক জ্যামে আটকে ৷ কিন্তু সেই যুবক এগিয়ে চলেছেন দুর্বার গতিতে ৷ পিছনে ফেলে দিয়েছেন অটো, বাস, নামি-দামি গাড়িকে ! না, কোনও সিনেমার চিত্রনাট্য নয়, বরং বাস্তবেই এমন ঘটনা ঘটল বেঙ্গালুরুর আইটি শহরে ৷ আর ঝড়ের মতো সেই ঘোড়সওয়ারের ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷ রাতারাতি সেলিব্রিট হয়ে গেলেন আইটিকর্মী রূপেশ কুমার ভার্মা ৷ তা হঠাৎ ঘোড়া চড়লেন কেন রূপেশ ?
নিউজ১৮-কে বলতে গিয়ে রূপেশ জানালেন, ‘আমি ভাবতেই পারিনি, রাতারাতি এভাবেই আমি জনপ্রিয় হয়ে উঠব ৷ এখনও ভাবতে অবাক লাগছে৷ কেউ কেউ আমার এই ঘটনার প্রশংসা করেছেন, কেউ কেউ সমালোচনাও করছেন৷ আমি একটা কথাই বলতে চাই ৷ আমি খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে ৷ খুব সাধারণভাবে বড় হয়েছি ৷ তবে আমি আমার চাকরি নিয়ে খুব বিরক্ত ! আর বলতে পারেন এই বিরক্তি থেকেই এই ঘোড়া চড়া !’
advertisement
advertisement
রূপেশের কথায় , ‘বহু মানুষ আইটিতে চাকরি করেন ৷ অন্য শহর থেকেও বেঙ্গালুরুতে আসেন চাকরি করতে ৷ ভাবেন টাকা, পয়সা হবে ৷ বিদেশ ভ্রমণ হবে ৷ কিন্তু এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এই সব মানুষের জীবনকে একেবারে কিনে নিচ্ছে, বাঁচতে দিচ্ছে না ৷ টাকার বিনিময়ে ৩৬৫ দিন, ২৪ ঘণ্টাই যেন তাদের ৷ এই জীবনটাকে ঘেন্না করি এখন ৷ তাই সবাইকেই বলছি, নিজের কিছু শুরু করুন ৷ নিজের মতো বাঁচুন ৷’
advertisement
তবে রূপেশ আইটি ছাড়ছেন না ৷ নিজের মতো করে আইটি কোম্পানি শুরু করছেন ৷ রূপেশ জানিয়েছেন, ‘শুধুই মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য নয় ৷ এই শহরের দূষণ, ট্রাফিকে আমি ক্লান্ত ৷ আর সেই কারণেই চাকরি ছেড়ে অফিসের শেষ দিনে ঘোড়া নিয়ে পৌঁছলাম ৷ আমার বন্ধুরা কিন্তু আমাকে সাহস জুগিয়েছে ৷ আমার পরিবার আমার পাশে রয়েছে , এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি ৷’
advertisement
রিপোর্ট: Sharath Sharma Kalagaru
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 15, 2018 2:35 PM IST