চাকরিতে বিরক্তি, ট্রাফিকে ক্লান্ত, ঘোড়া চড়ে শেষবারের মতো অফিস গেলেন বেঙ্গালুরুর আইটি কর্মী !

Last Updated:

সাতসকালে বেঙ্গালুরুর রিং রোড ধরে দৌঁড়চ্ছে একটি সাদা ঘোড়া ৷ ঘোড়ার পিঠে ফর্মাল পোশাকে, কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে বসে আছেন বছর আঠাশের এক যুবক !

#বেঙ্গালুরু: সাতসকালে বেঙ্গালুরুর রিং রোড ধরে দৌঁড়চ্ছে একটি সাদা ঘোড়া ৷ ঘোড়ার পিঠে ফর্মাল পোশাকে, কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে বসে আছেন বছর আঠাশের এক যুবক ! গোটা বেঙ্গালুরু তখন ট্রাফিক জ্যামে আটকে ৷ কিন্তু সেই যুবক এগিয়ে চলেছেন দুর্বার গতিতে ৷ পিছনে ফেলে দিয়েছেন অটো, বাস, নামি-দামি গাড়িকে ! না, কোনও সিনেমার চিত্রনাট্য নয়, বরং বাস্তবেই এমন ঘটনা ঘটল বেঙ্গালুরুর আইটি শহরে ৷ আর ঝড়ের মতো সেই ঘোড়সওয়ারের ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷ রাতারাতি সেলিব্রিট হয়ে গেলেন আইটিকর্মী রূপেশ কুমার ভার্মা ৷ তা হঠাৎ ঘোড়া চড়লেন কেন রূপেশ ?
নিউজ১৮-কে বলতে গিয়ে রূপেশ জানালেন, ‘আমি ভাবতেই পারিনি, রাতারাতি এভাবেই আমি জনপ্রিয় হয়ে উঠব ৷ এখনও ভাবতে অবাক লাগছে৷ কেউ কেউ আমার এই ঘটনার প্রশংসা করেছেন, কেউ কেউ সমালোচনাও করছেন৷ আমি একটা কথাই বলতে চাই ৷ আমি খুবই মধ্যবিত্ত পরিবারের ছেলে ৷ খুব সাধারণভাবে বড় হয়েছি ৷ তবে আমি আমার চাকরি নিয়ে খুব বিরক্ত ! আর বলতে পারেন এই বিরক্তি থেকেই এই ঘোড়া চড়া !’
advertisement
35432950_10214229938534877_3380292145607868416_n
advertisement
রূপেশের কথায় , ‘বহু মানুষ আইটিতে চাকরি করেন ৷ অন্য শহর থেকেও বেঙ্গালুরুতে আসেন চাকরি করতে ৷ ভাবেন টাকা, পয়সা হবে ৷ বিদেশ ভ্রমণ হবে ৷ কিন্তু এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এই সব মানুষের জীবনকে একেবারে কিনে নিচ্ছে, বাঁচতে দিচ্ছে না ৷ টাকার বিনিময়ে ৩৬৫ দিন, ২৪ ঘণ্টাই যেন তাদের ৷ এই জীবনটাকে ঘেন্না করি এখন ৷ তাই সবাইকেই বলছি, নিজের কিছু শুরু করুন ৷ নিজের মতো বাঁচুন ৷’
advertisement
তবে রূপেশ আইটি ছাড়ছেন না ৷ নিজের মতো করে আইটি কোম্পানি শুরু করছেন ৷ রূপেশ জানিয়েছেন, ‘শুধুই মাল্টি ন্যাশনাল কোম্পানির জন্য নয় ৷ এই শহরের দূষণ, ট্রাফিকে আমি ক্লান্ত ৷ আর সেই কারণেই চাকরি ছেড়ে অফিসের শেষ দিনে ঘোড়া নিয়ে পৌঁছলাম ৷ আমার বন্ধুরা কিন্তু আমাকে সাহস জুগিয়েছে ৷ আমার পরিবার আমার পাশে রয়েছে , এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি ৷’
advertisement
রিপোর্ট: Sharath Sharma Kalagaru
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
চাকরিতে বিরক্তি, ট্রাফিকে ক্লান্ত, ঘোড়া চড়ে শেষবারের মতো অফিস গেলেন বেঙ্গালুরুর আইটি কর্মী !
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement