Home /News /entertainment /
Tahira Kashyap : স্প্রে ও পাউডারে চুলহীন মাথা ঢেকে রণবীর-দীপিকার বিয়ের রিসেপশনে গিয়েছিলেন আয়ুষ্মানের স্ত্রী

Tahira Kashyap : স্প্রে ও পাউডারে চুলহীন মাথা ঢেকে রণবীর-দীপিকার বিয়ের রিসেপশনে গিয়েছিলেন আয়ুষ্মানের স্ত্রী

তহিরা কশ্যপ, ছবি-ফেসবুক

তহিরা কশ্যপ, ছবি-ফেসবুক

কেমন ছিল কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ের দিনগুলো? তিন বছর আগে ফিরে গিয়ে সেই দুঃসহ দিনের স্মৃতি ফিরে এসেছে তহিরা কশ্যপের (Tahira Kashyap) মনে

  • Last Updated :
  • Share this:

মুম্বই : কেমন ছিল কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ের দিনগুলো? তিন বছর আগে ফিরে গিয়ে সেই দুঃসহ দিনের স্মৃতি ফিরে এসেছে তহিরা কশ্যপের (Tahira Kashyap) মনে ৷ ২০১৮-র ডিসেম্বর মাসের একটি ছবি শেয়ার করেছেন তাহিরা ৷ আয়নার সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছেন তিনি ৷ সেদিন ছিল দীপিকা-রণবীরের বিয়ের রিসেপশন ৷ স্বামী আয়ুষ্মান খুরানার সঙ্গে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন তাহিরা ৷

কিন্তু যাওয়ার আগে দীর্ঘ সময় লেগেছিল প্রস্তুতিতে ৷ তখন তাঁর কেমোথেরাপি চলছিল ৷ তার জেরে মাথা থেকে উঠে গিয়েছে গুচ্ছ গুচ্ছ চুল ৷ অনেক সময় ধরে মাথার চুলহীন অংশ ঢাকতে হয়েছিল তাহিরাকে ৷ তার পরই তিনি যেতে পেরেছিলেন তারকাখচিত ওই অনুষ্ঠানে ৷

ছবির ক্যাপশনে তাহিরা লিখেছেন, ‘‘এই ছবি ২০১৮-র ১ ডিসেম্বরের ৷ কেমোথেরাপির দশম দফা শেষ হয়েছিল তখন ৷ মাথার যে যে অংশে চুল ছিল না, ঢেকেছিলাম স্প্রে ও পাউডার দিয়ে৷’’

ছবি ও পোস্টে একটাই বার্তা তুলে ধরেছেন তাহিরা ৷ বলতে চেয়েছেন, ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধেও তিনি মনোবল হারাননি ৷ বাইরের দুনিয়ার মুখোমুখি হতে ভয় পাননি ৷ ‘‘ কিন্তু আমি কি পৃথিবীর থেকে লজ্জা পেয়ে লুকিয়ে ছিলাম? না! পরিবার ও বন্ধুদের থেকে পাওয়া ভালবাসা এবং সবথেকে গুরুত্বপূ্র্ণ আমার নিজের উপর আস্থা আমাকে এই বিশ্বাস দিয়েছিল যে আমিও সুন্দর৷ ’’

শনিবার বিশ্ব হ্যান্ডলুম দিবস ৷ সে কথাও পোস্টে উল্লেখ করেছেন তাহিরা ৷ হাতে বোনা সোনালি জরি ও ধাতব রঙের শাড়ি পরা ছবিটিতে তিনি লিখেছেন ‘এটা আমার হ্যান্ডলুম স্টোরি৷’

স্ত্রীর সাজ এবং সাহসকে কুর্নিশ জানিয়েছেন আয়ুষ্মানও ৷ লিখেছেন, ‘‘ সবথেকে সুখি জুটির উদযাপনে যাওয়ার জন্য প্রস্তুত, সোনালি পোশাকে সজ্জিত সুন্দরী যোদ্ধাকে সঙ্গে নিয়ে ৷’’

২০১৮-র সেপ্টেম্বরে জানা যায় তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত ৷ কেমোথেরাপি পর্বের সময় নিজের মুণ্ডিত মস্তক ছবিও প্রকাশ করেছিলেন তিনি ৷ ‘ব্যাল্ড ইজ বিউটিফুল’ হ্যাশট্যাগে লিখেছিলেন ‘‘পুরনো সত্তাকে সঙ্গে নিয়ে এটা নতুন আমি ৷ বিভিন্ন পরচুলা পরে পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম ৷ তাই এখন এভাবে ৷ এবং এটা সবদিক দিয়ে মুক্তির স্বাদ৷’’ ক্যানসারজয়ী তাহিরা মাঝে মাঝেই অনুপ্রেরণামূলক পোস্ট দেন ৷ আয়ুষ্মান-তাহিরা বিয়ে করেছিলেন ২০০৮ সালে ৷ ছেলে ও মেয়েকে নিয়ে তাঁদের ভরপুর সংসার ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Ayushmann Khurrana, Tahira Kashyap