Tahira Kashyap : স্প্রে ও পাউডারে চুলহীন মাথা ঢেকে রণবীর-দীপিকার বিয়ের রিসেপশনে গিয়েছিলেন আয়ুষ্মানের স্ত্রী

Last Updated:

কেমন ছিল কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ের দিনগুলো? তিন বছর আগে ফিরে গিয়ে সেই দুঃসহ দিনের স্মৃতি ফিরে এসেছে তহিরা কশ্যপের (Tahira Kashyap) মনে

মুম্বই : কেমন ছিল কর্কট রোগের বিরুদ্ধে লড়াইয়ের দিনগুলো? তিন বছর আগে ফিরে গিয়ে সেই দুঃসহ দিনের স্মৃতি ফিরে এসেছে তহিরা কশ্যপের (Tahira Kashyap) মনে ৷ ২০১৮-র ডিসেম্বর মাসের একটি ছবি শেয়ার করেছেন তাহিরা ৷ আয়নার সামনে সেজেগুজে দাঁড়িয়ে আছেন তিনি ৷ সেদিন ছিল দীপিকা-রণবীরের বিয়ের রিসেপশন ৷ স্বামী আয়ুষ্মান খুরানার সঙ্গে সেই অনুষ্ঠানে গিয়েছিলেন তাহিরা ৷
কিন্তু যাওয়ার আগে দীর্ঘ সময় লেগেছিল প্রস্তুতিতে ৷ তখন তাঁর কেমোথেরাপি চলছিল ৷ তার জেরে মাথা থেকে উঠে গিয়েছে গুচ্ছ গুচ্ছ চুল ৷ অনেক সময় ধরে মাথার চুলহীন অংশ ঢাকতে হয়েছিল তাহিরাকে ৷ তার পরই তিনি যেতে পেরেছিলেন তারকাখচিত ওই অনুষ্ঠানে ৷
advertisement
advertisement
ছবির ক্যাপশনে তাহিরা লিখেছেন, ‘‘এই ছবি ২০১৮-র ১ ডিসেম্বরের ৷ কেমোথেরাপির দশম দফা শেষ হয়েছিল তখন ৷ মাথার যে যে অংশে চুল ছিল না, ঢেকেছিলাম স্প্রে ও পাউডার দিয়ে৷’’
ছবি ও পোস্টে একটাই বার্তা তুলে ধরেছেন তাহিরা ৷ বলতে চেয়েছেন, ক্যানসারের বিরুদ্ধে যুদ্ধেও তিনি মনোবল হারাননি ৷ বাইরের দুনিয়ার মুখোমুখি হতে ভয় পাননি ৷ ‘‘ কিন্তু আমি কি পৃথিবীর থেকে লজ্জা পেয়ে লুকিয়ে ছিলাম? না! পরিবার ও বন্ধুদের থেকে পাওয়া ভালবাসা এবং সবথেকে গুরুত্বপূ্র্ণ আমার নিজের উপর আস্থা আমাকে এই বিশ্বাস দিয়েছিল যে আমিও সুন্দর৷ ’’
advertisement
শনিবার বিশ্ব হ্যান্ডলুম দিবস ৷ সে কথাও পোস্টে উল্লেখ করেছেন তাহিরা ৷ হাতে বোনা সোনালি জরি ও ধাতব রঙের শাড়ি পরা ছবিটিতে তিনি লিখেছেন ‘এটা আমার হ্যান্ডলুম স্টোরি৷’
স্ত্রীর সাজ এবং সাহসকে কুর্নিশ জানিয়েছেন আয়ুষ্মানও ৷ লিখেছেন, ‘‘ সবথেকে সুখি জুটির উদযাপনে যাওয়ার জন্য প্রস্তুত, সোনালি পোশাকে সজ্জিত সুন্দরী যোদ্ধাকে সঙ্গে নিয়ে ৷’’
advertisement
২০১৮-র সেপ্টেম্বরে জানা যায় তাহিরা স্তন ক্যানসারে আক্রান্ত ৷ কেমোথেরাপি পর্বের সময় নিজের মুণ্ডিত মস্তক ছবিও প্রকাশ করেছিলেন তিনি ৷ ‘ব্যাল্ড ইজ বিউটিফুল’ হ্যাশট্যাগে লিখেছিলেন ‘‘পুরনো সত্তাকে সঙ্গে নিয়ে এটা নতুন আমি ৷ বিভিন্ন পরচুলা পরে পরে ক্লান্ত হয়ে পড়েছিলাম ৷ তাই এখন এভাবে ৷ এবং এটা সবদিক দিয়ে মুক্তির স্বাদ৷’’ ক্যানসারজয়ী তাহিরা মাঝে মাঝেই অনুপ্রেরণামূলক পোস্ট দেন ৷ আয়ুষ্মান-তাহিরা বিয়ে করেছিলেন ২০০৮ সালে ৷ ছেলে ও মেয়েকে নিয়ে তাঁদের ভরপুর সংসার ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tahira Kashyap : স্প্রে ও পাউডারে চুলহীন মাথা ঢেকে রণবীর-দীপিকার বিয়ের রিসেপশনে গিয়েছিলেন আয়ুষ্মানের স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement