'দৃশ্যম'-এর পরে ফের পুলিশের চরিত্র, আসমানের 'কুত্তে'তে নজর কাড়ল টাবুর অভিনয়
- Published by:Anulekha Kar
Last Updated:
নজর কাড়া অভিনয়ের মাধ্যমে ছবির একেবারে মেরুদণ্ড হয়ে গিয়েছেন এই অভিনেত্রী।
নয়াদিল্লি: মুক্তি পেল বিশাল ভরদ্বাজের ছবি 'কুত্তে'। বিশাল এবং রেখা ভরদ্বাজ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করেছেন তাদের ছেলে আসমান ভরদ্বাজ। এটি আসমানের প্রথম ছবি। মূলত ডার্ক কমিডি এই ছবিতে একাধিক টুইস্ট ধরা পড়েছে।
ছবিটির শুরু হয় একটি ডাকাতির গল্প নিয়ে যেখানে একদল দুর্নীতিবাজ পুলিশ অফিসার এটিএম-এ টাকা ভরার ভ্যান ডাকাতির পরিকল্পনা করে। কিন্তু তারপরেই আসে গল্পে নতুন মোড়। যেখানে সেই টাকা ভর্তি ভ্যান লুঠ করার পরিকল্পনা করে আরও কিছু লোক।
advertisement
ছবিটি জুড়ে একাধিক দৃশ্যে রয়েছে প্রতারণার গল্প এবং একাধিক ফাইটের দৃশ্য। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, কঙ্কনা সেন শর্মা, রাধিকা মদন, শার্দুল ভরদ্বাজ এবং কুমুদ মিশ্র, টাবু এবং অর্জুন কাপুর।
advertisement
বহু বিখ্যাত কলা কুশলীর মধ্যেও এই ছবিতে নিজের অভিনয় দিয়ে সকলের মন এবং মনোযোগ পুরোপুরি জয় করেছেন টাবু। নজর কাড়া অভিনয়ের মাধ্যমে ছবির একেবারে মেরুদণ্ড হয়ে গিয়েছেন এই অভিনেত্রী। বরাবরের মতোই এই ছবিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে টাবুকে।
advertisement
দৃশ্যম ১ ও ২-এ এক সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার আসমান ভরদ্বাজের প্রথম চলচ্চিত্রও অনবদ্য অভিনয় করলেন তিনি। 'কুত্তে' ছবিতে টাবুর চরিত্রের নাম পূনম। ছবিতে পাম্মিজি নামেই বেশি পরিচিত তিনি। এই অবিবাহিত পূনম লোনাভালায় 'জাভেদ আখতারের' বাংলোর কাছে একটি বড় বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখেন।
পরিচালক দেব আনন্দের হাম নৌজওয়ান (১৯৮৫) দিয়ে শুরু হয়েছিল টাবুর কেরিয়ার। পরে অস্তিত্ব, চাঁদনি , ফিলহাল, চিনি কম , জাওয়ানি জানেমানের মত একাধিক ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেত্রী। এছাড়াও হাম সাথ সাথ হ্যায় , দৃশ্যম , গোলমাল এগেইন , আন্ধাধুন , হায়দার, আলা বৈকুণ্থাপুররামুলু সহ ভুল ভুলাইয়া ২- এর মতো ব্লকবাস্টার ছবিতেও তাঁর অসামান্য অভিনয় মন কেড়েছিল দর্শকদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 13, 2023 10:20 PM IST