Taapsee Pannu Marriage: হোলির মাঝেই চুপিসাড়ে বিয়ে সারলেন তাপসী! কার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Taapsee Pannu Marriage: বহুদিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তাপসী।
বহুদিন ধরেই বলিউডের অন্দরে গুঞ্জন বিয়ে করতে চলেছেন তাপসী পান্নু। অবশেষে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তাপসী। সূত্রের খবর অনুযায়ী, ১০ বছরের প্রেমিক ম্যাথিয়াস বোর সঙ্গে বিয়ে সেরেছেন তাপসী।
সোমবার সকাল থেকেই তাপসীর বিয়ের খবরে সরগরম মিডিয়া। যদিও তাপসী নিজে এখনও কিছুই বলেননি। তবে সূত্রের খবর, তাপসী এবং ম্যাথিয়াস গত ২৩ মার্চ ঘরোয়া ভাবেই বিয়ে সেরেছেন তাঁরা। তাপসীর বন্ধুদের পোস্ট করা ছবি তেমনই প্রমাণ দিচ্ছে।
advertisement
advertisement
advertisement
অভিনেত্রী তাপসী পান্নু এবং প্রাক্তন অলিম্পিক পদক বিজয়ী ম্যাথিয়াস বো পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন। মিডিয়ার খবর অনুযায়ী, বিয়ের আসর বসেছিল উদয়পুরে। তাপসীর প্রি-ওয়েডিং ফাংশন ২০ মার্চ শুরু হয়েছিল। দম্পতি তাদের বিয়ে গোপণেই সারতে চেয়েছেন। মিডিয়ার নজর এড়িয়েই ম্যাথিয়াসের সঙ্গে বিয়ে সেরেছেন তাপসী।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, তাপসীর বিয়েতে বলিউডের খ্যাতনামা সেলেবরা উপস্থিত ছিলেন না। অভিনেত্রী শুধুমাত্র ইন্ডাস্ট্রির তার ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কাশ্যপ এবং কণিকা ধিলোনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অনুরাগ কাশ্যপ এবং তাপসী বহু ছবিতে একসঙ্গে এসেছেন। অনুরাগের পরিচালনায় অভিনেত্রী ‘মনমর্জিয়া’ এবং ‘দোবারা’ ছবিতে কাজ করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 2:07 PM IST