হস্তমৈথুনের দৃশ্য নিয়ে ট্যুইটারে আপত্তি, কড়া জবাব দিলেন স্বরা

Last Updated:
#মুম্বই: গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমাটি। মা হওয়ার পর এই সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেছেন কারিনা কাপুর খান। আরও অভিনয় করেছেন সোনম কাপুর, শিখা তালসানিয়া ও স্বরা ভাস্কর। মুক্তির পর প্রশংসিত হয়েছে সিনেমাটি। বক্স অফিসেও সাফল্য পাচ্ছে ‘ভীরে দি ওয়েডিং’।
‘‌ভীরে দি ওয়েডিং’‌–ছবিটি দেখে থাকলে দর্শকরা জানেন একটি দৃশ্যে স্বরা ভাস্কর হস্তমৈথুন নিয়ে জানান যে সেটা আসলে ‘‌চরম সুখ’। আর এ নিয়েই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ছবির প্রশংসা সমালোচকরা করলেও ছবির সংলাপ নিয়ে ট্রোলডের মুখে পরতে হচ্ছে ছবির অভিনেত্রীদের। নেটিজেনদের বক্তব্য, মূল ধারার হিন্দি ছবিতে মেয়েদের মুখে যৌনতা নিয়ে এমন খোলাখুলি আলোচনা মোটেই মানায় না। এ নিয়ে ছবির অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্করকে ট্রোল করার চেষ্টাও করেন তাঁরা।
advertisement
ট্যুইটের মাধ্যমে সমালোচনা করেন এক ব্যক্তি ৷ তিনি লেখেন,‘স্বরা, দাদির সঙ্গে ভীরে দি ওয়েডিং দেখলাম। পর্দায় হস্তমৈথুন দৃশ্য দেখে বিব্রত হয়ে পড়ি আমরা। হল থেকে বেরিয়ে এলে দাদি বললেন, আমি হিন্দুস্থান, আমি ভীরে দি ওয়েডিং দেখে লজ্জিত।’
advertisement
ওই ট্যুইটই শেয়ার করেন একাধিক টুইটার ব্যবহারকারী। কাঠুয়া হত্যাকাণ্ডের সময় ‘আমি হিন্দুস্তান, আমি লজ্জিত’ লিখে প্রতিবাদ জানিয়েছিলেন স্বরা। তারই পালটা প্রতিক্রিয়া দেখালেন নেটিজেনরা।
advertisement
এদিকে চুপ নেই স্বরা। সঙ্গে সঙ্গেই জবাব দিয়েছেন ট্যুইটারে। স্বরা ভাস্কর লিখেছেন, ‘মনে হচ্ছে কোনো আইটি সেল এই সিনেমার টিকিটগুলো অথবা এই ট্যুইটগুলোকে স্পন্সর করছে!’
তবে স্বরা একা নন, স্বরার পাশে দাঁড়িয়েছেন এক ট্যুইটার ব্যবহারকারী। ট্রোল করা ব্যক্তিকে কটাক্ষ করে তিনি প্রশ্ন করেন, ‘হস্তমৈথুন দেখে অস্বস্তিতে পড়া সংস্কারী দর্শক দাদিকে নিয়ে এমন সিনেমা দেখতে গিয়েছিলেন কেন?’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হস্তমৈথুনের দৃশ্য নিয়ে ট্যুইটারে আপত্তি, কড়া জবাব দিলেন স্বরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement