Swara Bhasker Pregnant: বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর! অক্টোবরেই আসছে সন্তান, জানিয়ে দিলেন স্বরা

Last Updated:

Swara Bhasker Pregnant: স্বরা ট্যুইট করে জানিয়ে দিলেন, তিনি অন্তঃসত্ত্বা। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।

কলকাতা: জল্পনায় শিলমোহর পড়ল অবশেষে। বেশ কিছুদিন ধরে গুঞ্জন ছিল। এ বার তাতে নিজেই শিলমোহর বসালেন স্বরা ভাস্কর। একটি ট্যুইট করে জানিয়ে দিলেন, তিনি অন্তঃসত্ত্বা। জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।
মঙ্গলবার টুইটারে একাধিক ছবি দিয়েছেন স্বরা। দেখা যাচ্ছে, গোলাপি গাউনে স্বরা, বেইজ রঙের শার্ট পড়েছেন অভিনেত্রীর স্বামী ফাহাদ আহমেদ। সমুদ্র সৈকতে বসে রয়েছেন স্বরা। স্ত্রীকে আলিঙ্গন করেছেন ফাহাদ। ছবিতে স্বরার স্ফীতোদর স্পষ্ট। ক্যাপশনে স্বরা লেখেন, ‘কখনও কখনও আমাদের সব প্রার্থনার উত্তর একসঙ্গে পেয়ে যাই। আমরা ভাগ্যবান এবং উচ্ছ্বসিত। নতুন এক পৃথিবীতে পা রাখতে চলেছি।’
advertisement
advertisement
advertisement
সেই পোস্টে ‘অক্টোবর বেবি’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন স্বরা। অর্থাৎ চলতি বছরের অক্টোবরেই যে নতুন অতিথির আগমণ, তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী স্বরা-ফাহাদকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের সতীর্থ এবং অনুরাগীরা। রণবীর কাপুর এবং আলিয়া ভাটও বিয়ের কয়েক মাসের মধ্যেই সন্তানের আগমণের কথা জানিয়েছিলেন।
advertisement
চলতি বছরের জানুয়ারিতে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদের সঙ্গে সই-সাবুদ করে বিয়ে সারেন স্বরা। ১৬ ফেব্রুয়ারি একটি ট্যুইটের মাধ্যমে সে কথা ঘোষণা করেন অভিনেত্রী। জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠানও করেন তাঁরা। আপাতত জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Swara Bhasker Pregnant: বিয়ের পাঁচ মাসের মাথায় সুখবর! অক্টোবরেই আসছে সন্তান, জানিয়ে দিলেন স্বরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement