#মুম্বই: বলিউডের মেইন স্ট্রিম ছবিতে তাকে বোন, বান্ধবীর চরিত্রেই দেখা গিয়েছে বেশি ৷ তবে সমান্তরাল ছবিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর ৷ এই যেমন কিছুদিন আগে মুক্তি পেয়েছে স্বরা-র ছবি ‘আনারকলি অফ আরাহ’ ৷ এই ছবি বক্স অফিসে ব্যবসা করতে না পারলেও, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে ৷
স্বরা ভাস্কর এমনিতেই বেশ ঠোঁটকাটা, ডাকাবুকো স্বভাবের ৷ আর এর যেন মাঝে মধ্যেই প্রতিবাদী হয়ে উঠতেন তিনি ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে ইভটিজিং নিয়ে বলতে স্বরা ভাস্কর স্পষ্টই জানান, ‘প্রতিবাদ সব সময় করা উচিত ৷ ভয় পেলে সমস্যা আরও বাড়তে থাকে ৷ একবার প্রতিবাদ করলেই, সাহসটা বাড়বে ৷’
স্বরার কথায়, ‘একবার আমার মনে আছে ৷ বিকেল নাগাদ লোকাল ট্রেনে চেপে মুম্বই স্টেশন থেকে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম ৷ ট্রেনের কামরায় খুব একটা ভিড় ছিল না ৷ হঠাৎ দেখি, একটা ছেলে আমাকে দেখে হস্তমৈথুন করছে ! প্রথমে ভয় পেয়েছিলাম ৷ পরে সামনে গিয়ে ছাতা দিয়ে মারতে শুরু করি !’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Swara Bhaskar