'এটাই হল Modern Family!'বলছেন 'ডিভোর্সি' বৌমা, বিন্দাস সময় কাটাচ্ছেন রোশন পরিবারের সঙ্গে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিবাহ বিচ্ছেদের পর অনেক পরিবারেই মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়৷ কিন্তু রোশন বা খান পরিবারে তেমন কিছু হয়নি
#মুম্বই: ডিভোর্স তো হয়েছে অনেক আগেই৷ কিন্তু তারা প্রাক্তন হয়েও হননি প্রাক্তন৷ অর্থাৎ ডিভোর্সের পরও তারা একসঙ্গে সময় কাটান৷ ছেলেদের নিয়ে একসঙ্গে বেড়াতেও যান৷ সে ছবি তো সকলের জানা৷ কিন্তু এবার বছরের শুরুতে শুধু প্রাক্তন স্বামীর সঙ্গে নয়, শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই সময় কাটালেন সুজান৷ তিনি বললেন এটাই তো মর্ডান ফ্যামিলি৷ অর্থাৎ নতুন দশকে আধুনিক পরিবারের সংজ্ঞা বাতলে দিলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী৷
তিনি বললেন যে আধুনিক পরিবারের সদস্য দুই ছেলে, তাদের মা ও বাবা৷ (তিনি এখানে স্বামী-স্ত্রী লিখলেন না, লিখলেন মা ও বাবা৷ কারণ স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হতেই পারে কিন্তু তা বলে তো বাবা মায়ের দায়িত্ব কমে যায় না)৷ এরপর থাকছেন তুতো ভাইবোন, দাদু, দিদা, এবং বন্ধুরা৷ ২০২০ কে এভাবেই স্বাগত জানালেন সুজান ও রোশন পরিবার৷
advertisement
advertisement
সুজান নিজেই ছবি পোস্ট করেছেন তার প্রাক্তন ননদের সঙ্গে৷ এমনকি প্রাক্তন শাশুড়ি-শ্বশুরের সঙ্গে বসে ছবিও তুলেছেন তিনি৷ এবং কারও মধ্যেই কোনও বিদ্বেষ নেই৷ বিবাহ বিচ্ছেদের পর অনেক পরিবারেই মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়৷ কিন্তু রোশন বা খান পরিবারে তেমন কিছু হয়নি৷ তারা একসঙ্গেই রয়েছেন, এবং পরিস্থিতি অনুযায়ী একসঙ্গেই সময়ও কাটাচ্ছেন৷ এই না হলে আধুনিকতার ছোঁয়া৷ এভাবেই এগিয়ে চলুন আপনারা৷ আর আপানাদের বার্তা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে৷
advertisement
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2020 7:15 PM IST