'এটাই হল Modern Family!'বলছেন 'ডিভোর্সি' বৌমা, বিন্দাস সময় কাটাচ্ছেন রোশন পরিবারের সঙ্গে

Last Updated:

বিবাহ বিচ্ছেদের পর অনেক পরিবারেই মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়৷ কিন্তু রোশন বা খান পরিবারে তেমন কিছু হয়নি

#মুম্বই: ডিভোর্স তো হয়েছে অনেক আগেই৷ কিন্তু তারা প্রাক্তন হয়েও হননি প্রাক্তন৷ অর্থাৎ ডিভোর্সের পরও তারা একসঙ্গে সময় কাটান৷ ছেলেদের নিয়ে একসঙ্গে বেড়াতেও যান৷ সে ছবি তো সকলের জানা৷ কিন্তু এবার বছরের শুরুতে শুধু প্রাক্তন স্বামীর সঙ্গে নয়, শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই সময় কাটালেন সুজান৷ তিনি বললেন এটাই তো মর্ডান ফ্যামিলি৷ অর্থাৎ নতুন দশকে আধুনিক পরিবারের সংজ্ঞা বাতলে দিলেন হৃত্বিকের প্রাক্তন স্ত্রী৷
তিনি বললেন যে আধুনিক পরিবারের সদস্য দুই ছেলে, তাদের মা ও বাবা৷ (তিনি এখানে স্বামী-স্ত্রী লিখলেন না, লিখলেন মা ও বাবা৷ কারণ স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হতেই পারে কিন্তু তা বলে তো বাবা মায়ের দায়িত্ব কমে যায় না)৷ এরপর থাকছেন তুতো ভাইবোন, দাদু, দিদা, এবং বন্ধুরা৷ ২০২০ কে এভাবেই স্বাগত জানালেন সুজান ও রোশন পরিবার৷
advertisement
advertisement
সুজান নিজেই ছবি পোস্ট করেছেন তার প্রাক্তন ননদের সঙ্গে৷ এমনকি প্রাক্তন শাশুড়ি-শ্বশুরের সঙ্গে বসে ছবিও তুলেছেন তিনি৷ এবং কারও মধ্যেই কোনও বিদ্বেষ নেই৷ বিবাহ বিচ্ছেদের পর অনেক পরিবারেই মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়৷ কিন্তু রোশন বা খান পরিবারে তেমন কিছু হয়নি৷ তারা একসঙ্গেই রয়েছেন, এবং পরিস্থিতি অনুযায়ী একসঙ্গেই সময়ও কাটাচ্ছেন৷ এই না হলে আধুনিকতার ছোঁয়া৷ এভাবেই এগিয়ে চলুন আপনারা৷ আর আপানাদের বার্তা ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'এটাই হল Modern Family!'বলছেন 'ডিভোর্সি' বৌমা, বিন্দাস সময় কাটাচ্ছেন রোশন পরিবারের সঙ্গে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement