প্রতারণার মামলা মিথ্যে, সবটাই ষড়যন্ত্র: সুজেন খান

Last Updated:

হৃত্বিক ছাড়াই খবরের শিরোনামে এবার চলে আসলেন সুজান খান ৷ তবে এবার সম্পর্কের ওঠা-নামা, বা কেচ্ছা নয় ৷

#মুম্বই: হৃত্বিক ছাড়াই খবরের শিরোনামে এবার চলে আসলেন সুজান খান ৷ তবে এবার সম্পর্কের ওঠা-নামা, বা কেচ্ছা নয় ৷ প্রত্যারণার অভিযোগেই শিরোনাম কেড়ে নিলেন সুজান ৷ সম্প্রতি গোয়া পুলিশ ৪২০ ধারায় সুজান খানের বিরুদ্ধে আনল ১ কোটি টাকা প্রতারণার অভিযোগ৷ পুলিশের মতে মিথ্যে পরিচয় দিয়ে সুজান কোটি টাকার প্রতারণা করেছেন ৷
তবে সুজান খান, এই অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন ৷ সুজান জানিয়েছেন, পুরোটাই ষড়যন্ত্র ৷ পুরো ঘটনাটাই এক আর্কিটেকের অভিসন্ধি বলে জানিয়েছেন সুজান ৷
বেশ কিছু বছর ধরেই সুজান খান ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা করছিলেন ৷ এই ব্যবসায় বেশ নামও করেছিলেন সুজান ৷ এই ব্যবসার ওপর নির্ভর করেই হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ঘর ছেড়েছিলেন তিনি ৷ নিজের স্টুডিও তৈরি করেছেন সুজান ৷
advertisement
advertisement
খবর অনুযায়ী, ২০১৩ সালে একটি রিয়েল এস্টেট কোম্পানি সুজানকে একটি বড় কাজের অফার দেয় ৷ কাজটি পেয়ে সুজান নিজেকে আর্কিটেক হিসেবে পরিচয় দেন ৷ কিন্তু কোম্পানির দাবি সুজান ১ কোটি ৮৭ লক্ষ টাকার কাজ করতে পারেননি ৷ এরপর কোম্পানির উদ্যোগে কাউন্সিল অফ আর্কিটেকচর সুজানের রেজিস্ট্রেশন নম্বর জানতে চায় ৷ কিন্তু সুজান তা জমা দিতে পারেননি৷ এর ওপর নির্ভর করেই সুজানের বিরুদ্ধে ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করে গোয়া পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রতারণার মামলা মিথ্যে, সবটাই ষড়যন্ত্র: সুজেন খান
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement