Tollywood: ‘তোমার ঘরে বসত করে কয় জনা’, জানতে চান ‘মানিকে’ ম্যানিয়ায় বুঁদ অপু-মিঠাই

Last Updated:

‘মানিকে ম্যানিয়া’-য় বুঁদ টলিউডের দুই অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo)

কলকাতা : ‘মানিকে ম্যানিয়া’-য় বুঁদ টলিউডের দুই অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) এবং সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundoo) ৷ ভাইরাল হয়ে যাওয়া এই সিংহলি গানের সঙ্গে অনেকেই নিজের কণ্ঠে গান ফিউশন করেছেন ৷ সেরকম বেশ কিছু ভার্সনও ইতিমধ্যে খুব জনপ্রিয় হয়েছে ৷ তার মধ্যে একটি ভার্সনের সঙ্গে লিপ মেলালেন অপু এবং মিঠাই ৷ ভিডিয়ো শেয়ার করেছেন সুস্মিতা ওরফে অপু ৷ ফেসবুকে তিনি ট্যাগও করেছেন সৌমিতৃষাকে ৷ মাত্র ৬ ঘণ্টার মধ্যে ভালবাসা ভাললাগার প্রতিক্রিয়া ছাপিয়েছে ১৩ হাজার ৷ মন্তব্য ৫০০-র বেশি ৷ শেয়ার করা হয়েছে ২৭২ বারের বেশি !
প্রসঙ্গত সৌমিতৃষা ও অপু এখন বাংলা ধারাবাহিকের দুনিয়ার জনপ্রিয়তম দুই নায়িকা ৷ কারণ সৌমিতৃষার ‘মিঠাই’ এবং সুস্মিতার ‘অপরাজিতা অপু’ দীর্ঘ দিন যথাক্রমে তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে ৷ বাকি ধারাবাহিকগুলির মধ্যে টিআরপি-র উত্থান পতন থাকলে প্রথম দু’টি স্থানের ধারাবাহিকদু’টি অনড় ৷ তাঁদের দু’জনের ভিডিয়োর ক্যাপশন মজা করে সুস্মিতা দিয়েছেন ‘অপু গোয়েন্দা এবং তুফান মেল’৷
advertisement
advertisement
আদতে আসানসোলের মেয়ে সুস্মিতার বিনোদনের দুনিয়ায় পা রাখা মডেলিং দিয়ে ৷ ছোট থেকেই মডেলিং ও অভিনয়ের স্বপ্ন দেখতেন তিনি ৷ ‘অপরাজিতা অপু’ তাঁর প্রথম কাজ নায়িকার ভূমিকায় ৷ আবির্ভাবেই বাজিমাত করেছেন তিনি ৷ তাঁর সঙ্গে ‘দীপু’ তথা রোহন ভট্টাচার্যর রসায়ন মন কেড়ে নিয়েছে দর্শকদের ৷ দুই শাশুড়ি ‘আন্টি ওয়ান’ এবং ‘আন্টি টু’-কেও তিনি সামলে রেখেছেন অনায়াস সহজাত দক্ষতায় ৷ সাংসারিক জটিলতা বশে রাখার পাশাপাশি পর্দার অপু নিজেকে প্রতিষ্ঠিত করতে চান জীবনে ৷
advertisement
অন্যদিকে বারাসতের মেয়ে সৌমিতৃষা এর আগেও অভিনয় করেছেন ধারাবাহিকে ৷ তার আগে তাঁকে দেখা গিয়েছে মডেলিংয়েও ৷ কিন্তু ‘মিঠাই’-এর মতো জনপ্রিয়তা পাননি এর আগে কোনও কাজেই ৷ তাঁর হাতে মিষ্টিমুখ না করলে প্রতি সন্ধ্যাই পানসে বাঙালি দর্শকের কাছে ৷ মিঠাই ওরফে সৌমিতৃষার সঙ্গে তাঁর উচ্ছেবাবু ওরফে আদৃত রায়ের সমীকরণ এই ধারাবাহিকের জনপ্রিয়তার নেপথ্যে অন্যতম অনুঘটক ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: ‘তোমার ঘরে বসত করে কয় জনা’, জানতে চান ‘মানিকে’ ম্যানিয়ায় বুঁদ অপু-মিঠাই
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement