Home /News /entertainment /
‘আঁখ মারে’র সঙ্গে শ্যুটিং ফ্লোরে দুরন্ত নাচ সুস্মিতার, সোশ্যাল মিডিয়াতে হইচই

‘আঁখ মারে’র সঙ্গে শ্যুটিং ফ্লোরে দুরন্ত নাচ সুস্মিতার, সোশ্যাল মিডিয়াতে হইচই

‘আর্য’র শ্যুটিং ফ্লোরের এক নাচের ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন তিনি৷ বয়ফ্রেন্ডের সঙ্গে ভিডিও দেন ৷ মেয়েদের সঙ্গে ভিডিও দেন৷ সুযোগ পেলে নিজের ছবি শেয়ার করেন ৷ তবে এবার অনলাইন প্ল্যাটফর্মে ফিরলেন অভিনেত্রী সুস্মিতা সেন৷ ইতিমধ্যেই সুস্মিতার ‘আর্য’ ছবির ট্রেলার দেখে নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ ৷

সেই ‘আর্য’র শ্যুটিং ফ্লোরের এক নাচের ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওতে দেখা গেল রণবীর সিং ও সারা আলি খান অভিনীত সিম্বা ছবির গান আঁখ মারে-তে ছবির অন্যান্য কলাকুশলীর সঙ্গে জমিয়ে নাচলেন সুস্মিতা সেন ৷ তাঁর এই নাচ দেখে ইন্টারনেট পাড়ায় বেশ হইচই ৷

দেখুন সেই নাচের ভিডিও----

Published by:Akash Misra
First published:

Tags: Bollywood, News, Ranveer Singh, Shooting floor, Sushmita Sen