Sushmita Sen: ‘প্রতিদিন মিষ্টি দই আর..’ এই বাঙালি খাবারগুলি রোজ খেতে পারেন বিশ্বসুন্দরী সুস্মিতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
তবে মনে প্রাণে সুস্মিতা সেন যে এখনও আদ্যপ্রান্ত বাঙালি তার প্রমাণ মিলল আবার একটি সাক্ষাৎকারে৷
বিশ্ব সুন্দরীর খেতাব জয় দিয়েই শুরু হয়েছিল বঙ্গ তনয়া সুস্মিতা সেনের পথ চলা৷ তারপর একের পর এক সেরা ছবি দিয়ে কাঁপিয়েছেন বলিউড৷ তাঁর সৌন্দর্য বুদ্ধিমত্তা দিয়ে দেশবাসীর মন জয় করেছেন তিনি৷
সম্প্রতি মুক্তি পাবে সুস্মিতার নতুন সিনেমা ‘তালি’৷ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়ে তৈরি সিনেমা৷ তবে মনে প্রাণে তিনি যে এখনও আদ্যপ্রান্ত বাঙালি তার প্রমাণ মিলল আবার একটি সাক্ষাৎকারে৷
advertisement
একটি জনপ্রিয় সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতাকে তাঁর সকালের শুরুটা কেমন হবে সেই নিয়ে প্রশ্ন করা হয়৷ সকালের খাওয়াদাওয়া থেকে ধ্যান, নিজের ‘মর্নিং রুটিন’ নিয়ে কথা বলছিলেন সুস্মিতা৷ সকালের খাওয়াদাওয়ার কথা বললে জলখাবার বা ‘ব্রেকফাস্টের প্রসঙ্গ আসবেই৷
advertisement
সুস্মিতাকে তাঁর বাঙালি ব্রেকফাস্টের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন,‘‘আমি প্রতিদিন মিষ্টি দই আর সন্দেশ খেতে পারি৷ যদিও শরীরের পক্ষে সেটা মোটেই স্বাস্থ্যকর নয়৷ তবে এই মিষ্টি গুড় দিয়ে তৈরি৷ ঠিক চিনি নয়, অসম্ভব ভাল খেতে৷ তাছাড়া এগুলো আমার ছোটবেলার কলকাতার স্মৃতি মনে করিয়ে দেয়৷’’
advertisement
সকালের শুরুটা খুব শান্তভাবে করতে পছন্দ করেন সুস্মিতা৷ গরম জলে লেবু দিয়ে খান সুস্মিতা৷ তিনি বলেন,‘‘আমি চাই আমার সকালটা শান্তভাবে শুরু হোক৷ গান শুনি, এমন গান যা আমায় ধ্যান করতে মনোযোগী করবে৷ একই গান বারবার শোনার অভ্যেস রয়েছে আমার৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 8:48 PM IST