Aamir Khan: আমিরের অভিনয়কে ‘ওভারঅ্যাক্টিং’ বলে কটাক্ষ আরআরআর খ্যাত পরিচালক রাজামৌলির?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আমির খানের অভিনয় দক্ষতা প্রশ্নাতীত৷ বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি৷ কিন্তু সেই আমিরের অভিনয়কেই কিনা ‘ওভারঅ্যাক্টিং’ বলে কটাক্ষ?
আমির খানের অভিনয় দক্ষতা প্রশ্নাতীত৷ বলিউডের অন্যতম সেরা অভিনেতা তিনি৷ কিন্তু সেই আমিরের অভিনয়কেই কিনা ‘ওভারঅ্যাক্টিং’ বলে কটাক্ষ? আর এই কটাক্ষ ধেয়ে এসেছে ‘বাহুবলী’, ‘আরআরআর’ খ্যাত পরিচালক এসএস রাজামৌলির কাছ থেকে৷ ঘটনার আসল সত্যতা কি?
২০২২ সালে মুক্তি পায় আমির খানের ছবি ‘লাল সিং চড্ডা’৷ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল আমিরের এই ছবি৷ হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্পের’ অনুকরণে তৈরি এই সিনেমা অবশ্য আমিরের বেশিরভাগ ছবির মতো বলিউডে মোটেই সাড়া জাগাতে পারেনি৷ লাল সিং চড্ডা ব্যর্থতা নিয়ে রাজামৌলির এই মন্তব্য জানা গিয়েছে পরিচালক মনসুর খানের থেকে৷
advertisement
advertisement
আমিরের তুতো ভাই এবং পরিচালক মনসুর খান পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে আমিরের সঙ্গে তাঁর ‘লাল সি চড্ডা’র বিষয়ে কথোপকথনের একটি অংশ তুলে ধরেন৷
আমিররে সেন্স অফ হিউমার বা রসবোধের প্রশংসা করে মনসুর বলেন যে আমির তাঁকে একবার বলেছিলেন,‘‘যখন তুমি আমায় বলেছিলে এটা অতিরিক্ত ছিল, তখন আমি ভেবেছিলাম, তুমি খুবই সূক্ষ বিশ্লেষণ করো, তাই হয়তো এমন ভেবেছে৷ কিন্তু যখন রাজামৌলির মতো একজন ব্যক্তি বললেন ওভারঅ্যাক্টিং মনে হচ্ছে, তন আমি নিজেকে বললাম যে যদি এনারও মনে হয়, তাহলে নিশ্চয় করেছি৷’’
advertisement
আমিরের প্রথম ছবি ‘ক্যায়ামত সে ক্যায়ামত তক’-এর পরিচালক ছিলেন মনসুর৷ ১৯৮৮ সালের এই সুপারহিট ছবি দিয়ে বলিউডে পা রাখার পর আমিরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি৷ এবার সেটা ছবির গল্প প্রকাশিত হল বই হিসেবেও৷ বইয়ের নাম,‘‘ওয়ান, দ্য স্টোরি অফ দ্য আলটিমেট মিথ’’৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2023 7:34 PM IST