Sushmita Sen affair: 'আমার জীবনে কোনও পুরুষ নেই...' ললিতের সঙ্গে বিচ্ছেদের পর কী সিদ্ধান্ত সুস্মিতার?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Sushmita Sen affair: ২০২২ সালে ললিতের সঙ্গে সুস্মিতার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল হইচই। তখনই রটেছিল, এইবার বড় দাঁও মেরেছেন সুস্মিতা। বয়সের এত ফারাক, তবে আইপিএল কর্তার সঙ্গে প্রেম নিশ্চয়ই মানে রাখে। কেউ কেউ প্রকাশ্যে তাঁদের চেহারা এবং সম্পদের বৈপরীত্য নিয়েও হাসিঠাট্টায় মেতেছিলেন।
মুম্বই: আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদির সঙ্গে নাম জড়ানোর পর দু’বছর পার। এখন কারও সঙ্গেই সম্পর্কে নেই, জানালেন অভিনেত্রী সুস্মিতা সেন। তবে, কানাঘুষো শোনা যাচ্ছে, প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গেই আবার প্রেম করছেন সুস্মিতা।
অবশ্য, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টের প্রথম পর্বে সুস্মিতা জানালেন যে তিনি আসলে গত দুই বছর ধরে একাই আছেন। দারুণ সব বন্ধু রয়েছে তাঁর, এ কথাও জানান। তবে কারও সঙ্গেই প্রেমের সম্পর্কে নেই বলেই দাবি অভিনেত্রীর।
সুস্মিতার কথায়, “আমার জীবনে কোনও পুরুষ নেই। ২০২১ সালের পর থেকে সিঙ্গলই আছি। আমার জীবনে কিছু চমৎকার মানুষ আছে, যারা আমার বন্ধু এবং তারা সবাই শুধু একটি মুহুর্তের অপেক্ষা করছে। কখন আমি তাদের বলব, গাড়ি বার করছি, পেছনের সিটে উঠে পড়ো। চলো গোয়া যাব।”
advertisement
advertisement
প্রাক্তন মিস ইউনিভার্স আরও জানান, তিনি যে ডেটিং থেকে বিরতি নিচ্ছেন এই সময়টা বেশ উপভোগও করছেন। সাফ বলেন, “আমি কারও প্রতি আগ্রহী নই। ৫ বছর প্রেম করেছি, এবার একটা বিরতিই চেয়েছি।”
রিয়াও সুস্মিতাকে খুঁচিয়ে জানতে চাইলেন, “তুমি কি জানো ঘরে তোমার থেকেও বড় গোল্ড ডিগার আছে?” সুস্মিতার জবাব, “ওহ সত্যি?” রিয়া বলেছিল, “আমি।” সুস্মিতা তখন ব্যঙ্গাত্মকভাবে যোগ করেন, “ওহ, তুমিও?” তাতে রিয়া বলে, “হুম! আমি সবচেয়ে বড়।”
advertisement
২০২২ সালে ললিতের সঙ্গে সুস্মিতার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল হইচই। তখনই রটেছিল, এইবার বড় দাঁও মেরেছেন সুস্মিতা। বয়সের এত ফারাক, তবে আইপিএল কর্তার সঙ্গে প্রেম নিশ্চয়ই মানে রাখে। কেউ কেউ প্রকাশ্যে তাঁদের চেহারা এবং সম্পদের বৈপরীত্য নিয়েও হাসিঠাট্টায় মেতেছিলেন। ললিত মোদির সঙ্গে সম্পর্কের জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচিত হন সুস্মিতা সেন। সেনের নিজের সফল কেরিয়ার এবং এত সামাজিক কাজ সত্ত্বেও, অনেকেই বলাবলি করছিলেন যে টাকার লোভেই ললিতের সঙ্গে ছিলেন সুস্মিতা। যদিও সুস্মিতা নিজে এই সম্পর্কে শিলমোহর দেননি। বরং রোহমানের সঙ্গেই বিভিন্ন পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে সুস্মিতাকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2024 3:13 PM IST