Sushant Singh Rajput: 'সুশান্তকে কোনওদিন গ্রহণ করেনি বলিউড’, বিস্ফোরক প্রয়াত অভিনেতার দিদি, সিবিআই তদন্তের দাবিতে আজও অনড়

Last Updated:

বিস্ফোরক অভিযোগ করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং। তাঁর দাবি, সুশান্তকে গ্রহণ করেনি বলিউড। মেনে নেয়নি কোনওভাবেই।

Sweta Singh And Sushant Singh Rajput
Sweta Singh And Sushant Singh Rajput
মুম্বই: বিস্ফোরক অভিযোগ করলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং। তাঁর দাবি, সুশান্তকে গ্রহণ করেনি বলিউড। মেনে নেয়নি কোনওভাবেই। ২০১৬ সালে মুক্তি পায় সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। একটি সাক্ষাৎকারে সেই সময়ের কথা তুলে শ্বেতা বলেন, ‘ছবিটা দুর্দান্ত হিট হয়। কিন্তু বলিউডের কেউ এ নিয়ে উচ্চবাচ্য করেনি। কারণ একজন বিখ্যাত অভিনেতার ছেলের একটি সিনেমাও সেই সময় রিলিজ হয়েছিল’।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসেছিলেন শ্বেতা। সেখানে তিনি বলেন, ‘এমএস ধোনির সঙ্গে একজন বিখ্যাত অভিনেতার ছেলের সিনেমাও রিলিজ হয়েছিল। সবাই সেই সিনেমার কথাই আলোচনা করত। লেখালিখি হত। কেউ সুশান্তর সিনেমার দিকে ফিরেও তাকায়নি। ও একদম শিশুর মতো। ভাল কিছু করলে, লোকে চায়, সবাই তার প্রশংসা করুক। সুশান্তও চাইত। বলিউড কখনওই ওকে গ্রহণ করেনি’।
advertisement
শ্বেতা জানান, সুশান্ত এই বিষয়টা লক্ষ্য করেছিল। তাঁদের মধ্যে এই নিয়ে কথাও হয়। অভিনেতার দিদি বলেন, ‘আমি তখন দেশেই ছিলাম। আমাদের মধ্যে এই নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল। সেই সিনেমাটা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি’।
advertisement
২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ আত্মহত্যা বললেও, সেই সময় অনেকেই খুনের অভিযোগ করেছিলেন। এমনকী সিবিআই তদন্তের দাবিও ওঠে। সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘অবশ্যই তদন্ত হওয়া উচিত। একটা পরিবার শোকের মধ্যে দিয়ে গিয়েছে। তারা আজও জানে না সুশান্তর সঙ্গে ঠিক কী হয়েছিল। কেন মৃত্যু হল ভাইয়ের, এটা জানা তো আমাদের অধিকার। কিন্তু আমরা এখনও পর্যন্ত কিছুই জানি না। তাই সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি। আমরা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি ভাবুন। আমরা সিবিআই তদন্ত নিয়ে আজও আশাবাদী’।
advertisement
ঘটনার পর প্রায় চার বছর কেটে গিয়েছে। কিন্তু হাল ছাড়ছেন না শ্বেতা। তাঁর সাফ কথা, ‘আমি পুলিশ নই। এই মামলার তদন্ত আমি করতে পারি না। ভাইয়ের ফ্ল্যাটে আমায় ঢুকতে দেওয়া হয়নি। কী অবস্থায় ভাইয়ের দেহ উদ্ধার হয়েছিল, আমি জানি না। সেদিন ঠিক কী হয়েছিল, কেন মরতে হল ভাইকে, তথ্য প্রমাণ দিয়ে সিবিআই আমাদের জানাক’।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: 'সুশান্তকে কোনওদিন গ্রহণ করেনি বলিউড’, বিস্ফোরক প্রয়াত অভিনেতার দিদি, সিবিআই তদন্তের দাবিতে আজও অনড়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement